সন্দীপন বন্দ্যোপাধ্যায়, বার্মিংহাম: ইংল্যান্ড সফরের শুরুটা ভালো হয়নি ভারতীয় দলের। লিডস টেস্টে হার মানতে হয়েছে। ২ জুলাই থেকে শুরু দ্বিতীয় টেস্ট। গোটা দল এজবাস্টনে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে। সেখানে মাঠে থাকলেও অনুশীলন করেননি জশপ্রীত বুমরাহ। ফলে তিনি যে বার্মিংহাম টেস্টে খেলবেন না, তাতে একপ্রকার শিলমোহর পড়ে যাচ্ছে। কিন্তু বুমরাহর বিকল্প হবেন কে?
অনুশীলন দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে বুমরাহর জায়গায় খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা বাংলার পেসার আকাশ দীপের। চোটের সমস্যায় দীর্ঘদিন ভুগেছেন তিনি। অজি সফরের পর চোটের জন্য বাইরে চলে যেতে হয়েছিল। যদিও এজবাস্টনের নেটে চেনা ছন্দে দেখা গেল আকাশ দীপকে। দীর্ঘক্ষণ হাত ঘোরালেন। চোটের কোনও সমস্যাই নেই। নতুন বলে আগুনে ফর্মের ঝলক দিয়ে রাখলেন।
বার্মিংহামে আরও একটা বদলে আসতে পারে। লিডসে সুযোগ পেয়েছিলেন শার্দূল ঠাকুর। আশা করা হয়েছিল, বোলিংয়ের পাশাপাশি কাজ চালানোর মতো ব্যাটিংও করে দেবেন। কিন্তু কার্যক্ষেত্রে দুই ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন তিনি। বল হাতে তুলেছেন মাত্র ২টি উইকেট। রান করেছেন মাত্র ৫ রান। তাঁর জায়গায় দলে আসতে পারেন নীতীশকুমার রেড্ডি। অস্ট্রেলিয়া সফরে সেঞ্চুরি-সহ যথেষ্ট সাফল্য পেয়েছিলেন। দ্বিতীয় টেস্টে নীতীশকেই প্রথম একাদশে দেখার সম্ভাবনা বেশি।
লিডস টেস্টে হারের কারণ হিসেবে ক্যাচ মিসের পাশাপাশি উঠে আসছে বোলিং ব্যর্থতার কথা। বুমরাহ না খেললে সেই সমস্যা আরও বাড়বে। চিন্তা বাড়াচ্ছে সিরাজের ফর্মও। বুমরাহ না থাকলে আরেকজন বিকল্প হতে পারেন অর্শদীপ সিং। তবে সমস্যা হল, টেস্টে এখনও অভিষেকই হয়নি তাঁর। সিরিজে কামব্যাকের জন্য সেক্ষেত্রে আকাশ দীপের অভিজ্ঞতাতেই ভরসা রাখতে পারেন গম্ভীর। তাছাড়া দু’দিকে বল সুইং করানোর কৃতিত্বও এগিয়ে রাখছে বাংলার পেসারকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.