ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় ছিল, যখন শচীন তেণ্ডুলকর আউট হয়ে গেলে টিভি বন্ধ করে দিতেন দেশের ক্রিকেটভক্তরা। আজকের দিনে সেই ছবিটা দেখা যায় জশপ্রীত বুমরাহর ক্ষেত্রে। বহু ম্যাচে বিপদসীমার সামনে থেকে ভারতকে উদ্ধার করেছেন ‘বুম বুম’। সেটা দেশে হোক বা বিদেশে। লাল বলে হোক বা সাদা বলে। কিন্তু সত্যিই কি বুমরাহকে ছাড়া টেস্টে ‘অসহায়’ ভারত? কী বলছে পরিসংখ্যান?
আসলে এত কথা উঠছে কারণ, এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে নাও খেলতে পারেন বুমরাহ। অন্তত তিনি খেলবেন কি না, সেই বিষয়ে ধোঁয়াশা রাখা হয়েছে। ভারত প্রথম টেস্টে খেললেও মাথায় রাখতে হচ্ছে, বুমরাহর ওয়ার্কলোডের কথা। এই টেস্টের পরে আরও তিনটে টেস্ট আছে। সেক্ষেত্রে কি এজবাস্টনে ঝুঁকি নেওয়া হবে? কারণ বর্ডার-গাভাসকর ট্রফিতেও দেখা গিয়েছে, কার্যত একা বুমরাহ রক্ষা করেছেন ভারতীয় বোলিংয়ের বুঁদিগড়। আবার লিডস টেস্টের দ্বিতীয় ইনিংসে বুমরাহ উইকেট না পাওয়ায় রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড। ফলে এখন উভয় সংকট।
২০১৮তে টেস্টে অভিষেক হয় বুমরাহ। তারপর থেকে ১৪৮২ ওভার করেছেন। যা ওই সময়ের পর থেকে ভারতের আর কোনও বোলার করেননি। তবুও তখন পাশে মহম্মদ শামি, ঈশান্ত শর্মা, উমেশ যাদবরা ছিলেন। এখন রয়েছেন মহম্মদ সিরাজ (৩৭ টেস্ট), আকাশ দীপ (৭ টেস্ট), প্রসিদ্ধ কৃষ্ণ (৪ টেস্ট), অর্শদীপ সিং (অভিষেক হয়নি)। ফলে অভিজ্ঞতার ফারাকটা স্পষ্ট। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, বুমরাহর উপর কতটা নির্ভর ভারত।
বুমরাহর অভিষেকের পর তাঁকে ছাড়া (চোট-আঘাত বা অন্যান্য কারণে) ভারত ২৬টি টেস্ট খেলেছে। তাতে জয় পেয়েছে ১৮টি, হার মাত্র ৫টিতে, ড্র ৩টি। বিদেশে ৮টি টেস্টের মধ্যে জয় চারটিতে। হার ৩টি, ড্র ১টি। শুনতে ভালোই লাগছে। এবার সেটা SENA দেশ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে নিয়ে আসা যাক। সেখানে ৪টি টেস্টে মাত্র একটি জিতেছে ভারত, হার তিনটিতে। সেই একমাত্র জয়টি এসেছিল ২০২১-র গাব্বার সেই ঐতিহাসিক ম্যাচে।
এবার দেখা যাক, বুমরাহ থাকাকালীন ভারতের পরিসংখ্যান কীরকম? ৪৬টি টেস্টে ভারত জিতেছে ২০টিতে, হার ২২টি, চারটি ড্র। বিদেশে ৩৪টির মধ্যে ১২টিতে জয়, ১৮টি হারের পাশাপাশি আছে ৪টি ড্র। আবার SENA দেশগুলির মধ্যে ৩২টির মধ্যে জিতেছে মাত্র ১০টি। জয়ের শতাংশ ৩১। খুব একটা সাফল্য চোখে পড়ছে না, তাই তো? এবার একটু পুরনো ইতিহাস দেখা যাক। বুমরাহর অভিষেকের আগে পর্যন্ত অর্থাৎ ২০১৭-র ডিসেম্বরের আগে ভারত SENA দেশগুলিতে ১১৩টি টেস্ট খেলেছে। জিতেছে মাত্র ১০টিতে। অর্থাৎ গত ৬ বছরেই জিতেছে বাকি ৮টি টেস্ট। এমন নয় যে, সব ক্ষেত্রে বুমরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু বুমরাহর উপস্থিতি যে পার্থক্য গড়ে দিয়েছে তা বলাই বাহুল্য।
টেস্টে ৪৬ ম্যাচে বুমরাহর মোট উইকেট সংখ্যা ২১০। ইনিংসের সেরা বোলিং ২৬ রানে ৬ উইকেট। গড় ১৯.৬০। বিদেশের মাটিতে ৩৪টি টেস্টে খেলেছেন তিনি। সেখানে উইকেট সংখ্যা ১৬৩। অর্থাৎ, বিদেশেই সাফল্য বেশি। তার মধ্যে SENA দেশগুলিতে উইকেট সংখ্যা ১৫০টি। অর্থাৎ, বুমরাহর ভূমিকা যে কতটা, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.