Advertisement
Advertisement
KL Rahul

লর্ডসে রেকর্ড গড়া সেঞ্চুরি, কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে ইতিহাস রাহুলের

লাঞ্চের আগে অযথা ঝুঁকি নিয়ে রান আউট হন ঋষভ পন্থ।

IND vs ENG: KL Rahul scores record breaking century at Lord's
Published by: Arpan Das
  • Posted:July 12, 2025 6:17 pm
  • Updated:July 12, 2025 6:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডসে আরও একটা সেঞ্চুরি কেএল রাহুল। সেই সঙ্গে ইতিহাসের পাতায় নাম তুললেন ভারতীয় ব্যাটার। দ্বিতীয় ভারতীয় হিসেবে লর্ডসের ঐতিহাসিক ময়দানে দুটি সেঞ্চুরি করলেন। যে রেকর্ড আগে ছিল শুধুমাত্র দিলীপ বেঙ্গসরকরের নামে। প্রাক্তন ক্রিকেটার অবশ্য তিনটি সেঞ্চুরি করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ইতিহাসের পাতায় নাম তুললেন রাহুল। তারপরই অবশ্য সোয়েব বশিরের বলে আউট হন তিনি। 

Advertisement

ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৩ উইকেট হারিয়ে ১৪৫। যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুভমান গিলরা এসেছেন, গিয়েছেন। কিন্তু একটা দিক ধরে রেখেছিলেন কেএল রাহুল। ধ্রুপদী সুর বলতে যা বোঝায়, তা যেন, তাঁর ব্যাটের মাঝখান দিয়ে বেরোচ্ছিল। ঠান্ডা মাথায় বল ছেড়েছেন, আবার প্রয়োজনে কভার ড্রাইভে বাউন্ডারির বাইরে পাঠিয়েছিলেন। বুঝেছিলেন, বেশি ঝুঁকি নিয়ে ভারতকে বিপদে ফেলার দরকার নেই।

সেটার পুরস্কার পেলেন তৃতীয় দিনে মধ্যাহ্ন ভোজের পরে। দ্বিতীয় দিনের শেষে ৫৩ রানে অপরাজিত ছিলেন রাহুল। এদিন অবশ্য লর্ডসে একটু আগ্রাসী ভূমিকায় ব্যাট করতে শুরু করেন। পরপর চারও মারেন। অন্যদিকে ঋষভ পন্থও হাত খোলা শুরু করেন। সব ঠিকই যাচ্ছিল। মনে হচ্ছিল, লাঞ্চের সেশনটাও ভারতের নামেই হবে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। অযথা তাড়াহুড়ো করে রান আউট হলেন ঋষভ পন্থ। আঙুলে চোট নিয়েও যে লড়াইটা চালাচ্ছিলেন, তা থামল ৭৪ রানে। তখন কেএল রাহুল ব্যাট করছিলেন ৯৮ রানে। লাঞ্চের সময় ভারতের রান ছিল ৪ উইকেট হারিয়ে ২৪৮।

মধ্যাহ্নভোজনের পর অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রাহুলকে। জোফ্রা আর্চারের বলে শর্ট রান নিয়ে সেঞ্চুরি পূরণ করেন তিনি। এর আগে ২০২১ সালে লর্ডসে সেঞ্চুরি করেছিলেন রাহুল। সেই ম্যাচে ১২৯ রান করেছিলেন তিনি। ভারত সেই ম্যাচ জিতেও ছিল। এবার ফের লর্ডসে সেঞ্চুরি রাহুলের। কিন্তু তারপরই ১০০ রানের মাথায় সোয়েব বশিরের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হলেন তিনি। ভারতের রান ৫ উইকেট হারিয়ে ২৫৫। এখনও পিছিয়ে আছে ১৩৩ রানে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ