Advertisement
Advertisement

Breaking News

IND vs ENG

সিরাজ-আকাশ দীপের বোলিং বিক্রমে ইংরেজ শাসন, তৃতীয় দিনের শেষে ম্যাচের রাশ ভারতের হাতে

এজবাস্টনে জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া।

IND vs ENG: Mohammed Siraj and Akash Deep strikes as India team is in advantage against England

ছবি: দেবাশিস সেন।

Published by: Arpan Das
  • Posted:July 4, 2025 9:53 pm
  • Updated:July 4, 2025 11:36 pm  

প্রথম ইনিংস
ভারত: ৫৮৭ (শুভমান গিল ২৬৯, জাদেজা ৮৯. যশস্বী ৮৭, বশির ১৬৭/৩)
ইংল্যান্ড: ৪০৭ (জেমি স্মিথ ১৮৪, হ্যারি ব্রুক ১৫৮, সিরাজ ৭০/৬ আকাশ দীপ ৮৮/৪)
দ্বিতীয় ইনিংস
ভারত ৬৪/১ (রাহুল* ২৮, যশস্বী ২৮, টং ১২/১)
ভারত ২৪৪ রানে এগিয়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুটা করেছিলেন আকাশ দীপ। শেষটা করলেন মহম্মদ সিরাজ। মাঝে হ্যারি ব্রুক ও জেমি স্মিথের ৩০৩ রানের জুটি। একসময় মনে হচ্ছিল, ইংল্যান্ড হয়তো ভারতের রান টপকে যাবে। কিন্তু আকাশ দীপের বল হ্যারি ব্রুকের উইকেট ভেঙে দিতেই ফের পাল্লা ঢলে পড়ল ভারতের দিকে। শেষবেলায় জ্বলে উঠলেন সিরাজ। তিনি তুললেন ছয় উইকেট। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থামল ৪০৭ রানে। তৃতীয় দিনের শেষে ভারত ১ উইকেট হারিয়ে ৬৪। ২৮ রান করে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল। ভারত এগিয়ে ২৪৪ রানে। 

তৃতীয় দিনের শুরুটা ভালো করেও অ্যাডভান্টেজ নিতে ব্যর্থ হয়েছিল টিম ইন্ডিয়া। ভারতের ৫৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৭৭। শুক্রবার শুরুতেই ইংরেজদের ঝটকা দেন মহম্মদ সিরাজ। ২২তম ওভারে তিনি পরপর ফেরান জো রুট (২২) এবং বেন স্টোকসকে (০)। তবে এরপরেই ম্যাচের পাশা যেন পালটে যায়। একসময় ৮৪ রানে ৫ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। সেখান থেকে ৩০৩ রানের পার্টনারশিপ গড়েন স্মিথ ও ব্রুক।

বাজবলের মেজাজে দুজনে রীতিমতো তাণ্ডব চালান ভারতীয় বোলারদের উপর। মাঝের ওভারগুলোতে বোঝা যাচ্ছিল বুমরাহর অভাব। পিচ কার্যত নিষ্প্রাণ। বল পুরনো হয়ে গেলেও পিচ থেকে কিছু পাওয়ার ছিল না। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ স্মিথের পালটা আঘাতের পরিকল্পনা। টি-টোয়েন্টি খেলে মেজাজে ৮০ বলে সেঞ্চুরি করেন তিনি। ইংল্যান্ডের পালটা মারে ভারতীয় বোলারদের পুরনো রোগটা বেরিয়ে পড়ছিল বারবার। ফের রক্ষণাত্মক ফিল্ডিং সাজিয়ে বিপদ বাড়ালেন অধিনায়ক শুভমান গিল।

প্রসিদ্ধ কৃষ্ণ, নীতীশকুমার রেড্ডি বা রবীন্দ্র জাদেজারা যেটা করতে পারছিলেন না, সেটাই ফের করলেন বাংলার আকাশ দীপ। নতুন বলে যে ইনসুইংটা তিনি তুলে রেখেছিলেন, তা হ্যারি ব্রুক (১৫৮) বুঝলেন একটু দেরিতে। বল ততক্ষণে উইকেট ভেঙে দিয়েছে। ব্যস, ইংল্যান্ডের প্রতিরোধের যেন বাঁধ ভেঙে গেল। যাবতীয় সমালোচনার উত্তর দিয়ে টিম ইন্ডিয়ার বোলিংকে একার দায়িত্বে টানলেন মহম্মদ সিরাজ (৭০/৬)। 

ক্রিস ওকসকে স্লিপে আউট করে ফেরালেন আকাশ দীপ। তিনি ৮৮ রান দিয়ে তুললেন চার উইকেট। তারপর কার্স, টং, বশির তিনজনেই সিরাজের বলে শূন্য করে ফিরলেন। ইংল্যান্ডের প্রথম পাঁচ উইকেট পড়েছিল ৮৪ রানে। শেষ পাঁচ উইকেট পড়ল মাত্র ২০ রানে। ১৮৪ রানে অপরাজিত রইলেন জেমি স্মিথ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ভারত করেছে ৬৪ রান। এগিয়ে রয়েছে ২৪৪ রানে। ক্রিজে এখনও রয়েছেন কেএল রাহুল (২৮) ও করুণ নায়ার (৭)। হাতে দু’দিনের বেশি সময়। এজবাস্টনে জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement