Advertisement
Advertisement
IND vs ENG

এজবাস্টনে টেস্টে কখনও জেতেনি ভারত, ইংল্যান্ডের ‘দুর্গে’ গিলরা পারবেন ইতিহাস বদলাতে?

গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে টসও।

IND vs ENG: Overall test record in Edgbaston
Published by: Arpan Das
  • Posted:July 2, 2025 11:57 am
  • Updated:July 2, 2025 11:57 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিডসে প্রথম টেস্টে হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে কামব্যাকের জন্য মরিয়া টিম ইন্ডিয়া। কিন্তু পারফরম্যান্সের পাশাপাশি শুভমান গিলদের চিন্তায় রাখতে পারে এজবাস্টনের রেকর্ড। এখানে আটটি টেস্টের মধ্যে একটিও জিততে পারেনি ভারত। গিলরা কি পারবেন ইতিহাস বদলাতে?

Advertisement

সেই সঙ্গে এজবাস্টনে গুরুত্বপূর্ণ হতে পারে টসও। অন্তত ইতিহাস তাই বলছে। এখনও পর্যন্ত সেখানে ৫৬টি টেস্ট হয়েছে। প্রথমে ব্যাট করা দল জিতেছে ২৯টি। প্রথমে বল করে জিতেছে মাত্র ১২বার। ড্র ১৫টি। এজবাস্টনে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান উঠেছে ভারতের বিরুদ্ধে। ২০১১ সালে ইংল্যান্ড ৭ উইকেটে ৭১০ রান তুলে ডিক্লেয়ার করেছিল। আবার সর্বনিম্ন রান পাকিস্তানের। ২০১০ সালে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে অলআউট হয়েছিল ৭২ রানে। ইংল্যান্ড এখানে ৫৬টি টেস্ট খেলে ৩০টিতে জিতেছে। হেরেছে ১১টিতে। ড্র ১৫টি। অর্থাৎ এক অর্থে এজবাস্টনে ইংল্যান্ডেরই ‘রাজত্ব’।

দুশ্চিন্তা সেখানে ভারতের পরিসংখ্যান নিয়েও। ২০২২-এ পঞ্চম টেস্টে শেষ হাসি হেসেছিল ইংল্যান্ড। দুই ইনিংসেই জনি বেয়ারস্টো সেঞ্চুরি করেছিলেন। ভারত হেরেছিল ৭ উইকেটে। সেই টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন জশপ্রীত বুমরাহ। ২০১৮-এ ভারত হেরেছিল ৩১ রানে। অধিনায়ক বিরাট কোহলি সেঞ্চুরি করেও হার আটকাতে পারেননি। এর আগে ২০১১ সালে লজ্জার পরাজয় স্বীকার করতে হয়েছিল ভারতকে। সেখানে এক ইনিংস ও ২৪২ রানে হেরেছিল ধোনির টিম ইন্ডিয়া। অ্যালিস্টার কুক অল্পের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন। চার টেস্টের চারটেই হেরেছিল ভারত। ফিরে যাওয়া যাক ১৯৯৬ সালে। দুই ইনিংসেই কোনও রকমে ২০০-র গণ্ডি পার করেছিল মহম্মদ আজহারউদ্দিনের দল। সেবার ভারত হেরেছিল ৮ উইকেটে।

একমাত্র সাফল্য বলতে ১৯৮৬ সালে। সেবার বার্মিংহামে ড্র করেছিল কপিল দেবের ভারত। তবে সেবার ভারত টেস্ট সিরিজ জিতেছিল। ১৯৭৯ সালেও ছবিটা ভারতের পক্ষে যায়নি। এক ইনিংস ও ৮৩ রানে ইংল্যান্ডের কাছে হেরেছিল ভারত। ইংল্যান্ডের ৬৩৩ রানের জবাবে ফলো অনের লজ্জাও ছিল ভারতের জন্য। তার আগে ১৯৭৪ সালে এজবাস্টনে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার এক ইনিংস ও ৭৮ রানে হেরেছিল ভারত। হোয়াইট ওয়াশ হতে হয়েছিল ভারতকে। বার্মিংহামে প্রথম দুই দল মুখোমুখি হয়েছিল ১৯৬৭ সালে। সেবার ইংল্যান্ডের কাছে হেরেছিল ১৩২ রানে। তার মধ্যে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯২ রানে অলআউট হয়েছিল মনসুর আলি খান পতৌদির ভারত। সেবারও হোয়াইট ওয়াশ হতে হয়েছিল ভারতকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ