Advertisement
Advertisement
IND vs ENG

ম্যাঞ্চেস্টারে ইনিংসে হার বাঁচাল ভারত, টেস্টে পরাজয় এড়াতে পারবেন জাদেজারা?

জাদেজা-ওয়াশিংটনদের ব্যাটে টেস্ট ড্রয়ের লক্ষ্যে ভারত।

IND vs ENG: Ravindra Jadeja and Washington Sundar helps India to avoid innings defeat

ছবি: দেবাশিস সেন

Published by: Arpan Das
  • Posted:July 27, 2025 7:56 pm
  • Updated:July 28, 2025 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনে পাহাড়প্রমাণ লক্ষ্য। ম্যাঞ্চেস্টার টেস্টের পঞ্চম দিনে কাজটা কঠিন। ম্যাচ জেতা আর সম্ভব নয়। তবে ইনিংস হারের লজ্জার হাত থেকে বাঁচল ভারত। এবার লক্ষ্য টেস্ট ড্র করা। শুভমান গিলের সেঞ্চুরির পর লড়ে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দররা। প্রায় দেড় দিন ব্যাটিং করে ভারতীয় দল এখন টেস্টে হার এড়ানোর লক্ষ্য অবিচল। লর্ডসে শেষ পর্যন্ত লড়াই করেও দলকে জেতাতে পারেননি, ম্যাঞ্চেস্টারে ড্র করে কি সেই দুঃখ ভুলবেন জাদেজা?

Advertisement

ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংসে ভারত করেছিল ৩৫৮ রান। জবাবে ভারতীয় বোলিংকে একপ্রকার নির্বিষ করে ৬৬৯ রান করেন বেন স্টোকসরা। রানের পাহাড়ে চড়ে তাঁরা ভারতের সামনে লিড রাখেন ৩১১ রানের। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। ক্রিস ওকসের চতুর্থ এবং পঞ্চম বলে একে একে সাজঘরে ফিরে যান যশস্বী এবং সুদর্শন। লাঞ্চে যাওয়ার আগে ভারতের রান তখন ১ রানে ২ উইকেট। ম্যাচ বাঁচাতে গেলে লৌহ কঠিন মানসিকতা নিয়ে ব্যাট করতে হত রাহুল এবং অধিনায়ক গিলকে। সেই কাজে তাঁরা সফল।

ম্যাঞ্চেস্টারে চতুর্থ দিনের শেষে কেএল রাহুল অপরাজিত ছিলেন ৮৭ রানে। অন্যদিকে শুভমান গিল অপরাজিত ছিলেন ৭৮ রানে। তবে পঞ্চম দিনে বেন স্টোকসের বলে ৯০ রানে আউট হন রাহুল। তবে দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছিলেন অধিনায়ক গিল। বেন স্টোকসের একটি বল আচমকা লাফিয়ে গিলের হাতে ও হেলমেটে লাগে। তবু হাল ছাড়েননি তিনি। শেষ পর্যন্ত ২২৮ বলে সেঞ্চুরি করেন গিল।কিন্তু তারপর আর মাত্র তিন রান যোগ করে জোফ্রা আর্চারের বলে আচমকা উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক। আসলে অনেকক্ষণ ধরেই শরীরের একটু বাইরে বল করে যাচ্ছিলেন ইংরেজ বোলাররা। বারবার সেই ফাঁদ এড়ালেও শেষরক্ষা হয়নি।

ম্যাঞ্চেস্টারের পিচে কোনও প্রাণ নেই। সকালের দিকে আবহাওয়ার জন্য বল একটু-আধটু সুইং করছিল। সেটুকু সামলানো ছাড়া একমাত্র কাজ ছিল মাথা ঠান্ডা রেখে মাটি কামড়ে পড়ে থাকা। গিল সেটা দেখিয়ে দিয়েছেন। অধিনায়কের পথে হাঁটলেন ভারতের দুই অলরাউন্ডার। বুঝিয়ে দিলেন কার্স-আর্চারদের বাউন্সারে ভয় পাওয়ার বান্দা তাঁরা নন। প্রয়োজনে ছক্কাও হাঁকালেন সুন্দর। নিজের ইনিংসের প্রথম বলে যেভাবে জীবনদান পেয়েছিলেন, তারপর আর ভুল করেননি জাদেজা। লাঞ্চের পর অতিআক্রমণাত্মক ফিল্ডিং সাজানো থেকে জো রুটকে বোলিংয়ে নিয়ে আসা, স্টোকসের কোনও পরিকল্পনাই কাজে লাগেনি। সুন্দরের জন্য বল ভিতর দিকে নিয়ে এসেও সাফল্য পাননি আর্চার।দুজনেই হাফসেঞ্চুরি করে অপরাজিত আছেন। ৪ উইকেট হারিয়ে ৩১৩ রান করে ইনিংসে হার বাঁচিয়ে ফেলেছে। এবার কি তাঁদের ব্যাটে টেস্ট ড্র করতে পারবে ভারত?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement