সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালে মরণবাঁচন লড়াই। ম্যাঞ্চেস্টারে জাদেজা-সুন্দরের লড়াকু সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছে ভারত। কিন্তু এখনও সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে শুভমান গিলরা। যদি পঞ্চম তথা শেষ টেস্টে ওভালে জিতলে সিরিজ ড্র হবে। কিন্তু সেখানে সম্ভবত জশপ্রীত বুমরাহকে পাবে না ভারত। তাঁর ‘ওয়ার্কলোড’-এর কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হতে পারে। যদিও সেই একই ‘ওয়ার্কলোড’-এর কথা তুলে স্টোকস জানিয়ে রাখলেন, তিনি খেলবেন।
সিরিজের প্রথম থেকেই ঠিক ছিল, ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলবেন তারকা পেসার। যে ‘কোটা’ পূর্ণ হয়ে গিয়েছে। ইতিমধ্যে ১১৯.৪ ওভার বল করেছেন তিনি। তবে একাংশের যুক্তি ছিল, এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্যই বুমরাহর খেলা উচিত। কিন্তু জানা যাচ্ছে, ‘বিসিসিআইয়ের মেডিক্যাল দল বলেছে, বুমরাহকে পিঠকে নিরাপদে রাখা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা মাথায় রাখতে।’ অর্থাৎ, ভবিষ্যতে যেন বুমরাহকে পাওয়া যায়, সেটা ভেবে পঞ্চম টেস্টে বুমরাহকে না খেলানো হয়।
অন্যদিকে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেন, “ওভালে আমি খেলব না, এরকম সম্ভাবনা খুব কম। মানসিকভাবে আমি ভালো আছি। শরীরও ফিট হচ্ছে। তবে এই সিরিজে যথেষ্ট ওয়ার্কলোড গিয়েছে।” ম্যাঞ্চেস্টারে চোট নিয়ে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করেন স্টোকস। তাহলে কি নাম না করে বুমরাহকে বিঁধলেন স্টোকস?
যদিও ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বলেছিলেন, “বুমরাহ ফিট। গত ম্যাচের ও মাত্র এক ইনিংস বল করেছিল। তবে ওকে খেলানো হবে কি না, সেটা আমাদের কোচ, ফিজিও ও অধিনায়ক আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।” আর সিদ্ধান্তটা সম্ভবত হতে চলেছে, বুমরাহকে খেলানো হবে না।
ম্যাঞ্চেস্টারে ভারতকে ভুগিয়েছে বোলিং ব্যর্থতা। রুট-স্টোকসরা অনায়াসে ৬৬৯ রান করে যান। চোটের জন্য আকাশ দীপ ছিলেন না। খেলতে পারেননি অর্শদীপ সিং। সেই জায়গায় অংশুল কাম্বোজের অভিষেক হলেও চূড়ান্ত ব্যর্থ। সেক্ষেত্রে পঞ্চম টেস্টে অভিষেক হতে পারে অর্শদীপের। অর্শদীপকে শেষ দুটি টেস্টে খেলানোর পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। তবে চতুর্থ টেস্টের আগে আচমকা তাঁর হাতে চোট লাগে। সেলাইও করতে হয়। তবে এখন তিনি ফিট। মঙ্গলবার ওভালে নেটে পূর্ণশক্তিতে বলও করেছেন। খেলতে পারেন আকাশ দীপ ও কুলদীপ যাদবও। সেক্ষেত্রে প্রথম একাদশ কী হবে? উত্তরটা বৃহস্পতিবারই পাওয়া যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.