Advertisement
Advertisement
IND vs ENG

অভিষেকেই অনন্য কীর্তি, সৌরভ-দ্রাবিড়-কোহলির সঙ্গে একই সারিতে সাই সুদর্শন

৩০০৬ দিন পর 'প্রিয় ক্রিকেটের' থেকে আরেকটা সুযোগ পেলেন করুণ নায়ার।

IND vs ENG Test Series: Sai Sudharsan debuts

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:June 20, 2025 3:40 pm
  • Updated:June 20, 2025 5:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে শুরু হল রোহিত-কোহলি-উত্তর ভারতীয় ক্রিকেটের টেস্ট জমানা। হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হল সাই সুদর্শনের। আর তাতেই তাঁর নাম জুড়ে গেল ভারতীয় ক্রিকেটের তিন কিংবদন্তির সঙ্গে।

Advertisement

কীভাবে? জুনের ২০ তারিখ, লিডসে সুদর্শন টেস্ট দলের অভিষেকের টুপি পেলেন চেতেশ্বর পূজারার থেকে। এবার ফিরে যাওয়া যাক ২০১১ সালে। ঠিক এই দিনেই টেস্ট অভিষেক ঘটেছিল বিরাট কোহলির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেমেছিলেন তিনি। বাকিটা ইতিহাস। আচ্ছা, এবার প্রায় তিরিশ বছর আগে ফিরে যাওয়া যাক। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়। সাল ১৯৯৬, দিনটা ২০ জুন। আর সেই ম্যাচে লর্ডসে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন সৌরভ। রাহুল দ্রাবিড় থেমেছিলেন ৯৫ রানে। অভিষেক টেস্টে দিনক্ষণের হিসেবে সুদর্শন নজির গড়লেন ঠিকই। এবার দেখার কিংবদন্তিদের ধারা তিনি বজায় রাখতে পারেন কি না?

ঘটনাচক্রে সুদর্শন টেস্ট অভিষেকের টুপি পেলেন চেতেশ্বর পূজারার হাত থেকে। দ্রাবিড় পরবর্তী জমানায় তিনিই ছিলেন তিন নম্বরে ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’। সব ঠিক থাকলে সুদর্শনেরও তিন নম্বরে নামার কথা। তামিলনাড়ুর ব্যাটার ইতিমধ্যে দেশের হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট, সবেতেই দুরন্ত পারফর্ম করেছেন।

সুদর্শনের যেমন হল অভিষেক হল, তেমনই কামব্যাক করেছেন করুণ নায়ার। আর সেটা ৩০০৬ দিন পর। একসময় তিনি প্রার্থনা করেছিলেন, ‘প্রিয় ক্রিকেট, আমাকে আরেকটা সুযোগ দাও।’ তারপর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছেন। আট বছর পর সেই সুযোগ পেলেন তিনি। এবার দেখার, করুণও সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ