Advertisement
Advertisement
Shubman Gill

১০ ওভারেই আকার বদল বলের! আম্পায়ারের সঙ্গে বচসায় জড়ালেন শুভমান, ডিউক বিতর্ক অব্যাহত

বুমরাহর আক্রমণ সামলে বড় রানের পথে ইংল্যান্ড।

IND vs ENG: Shubman Gill and Mohammed Siraj Rip Into Umpire Over Poor Quality Ball At Lord's
Published by: Arpan Das
  • Posted:July 11, 2025 5:41 pm
  • Updated:July 11, 2025 6:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডস টেস্টের দ্বিতীয় দিনেও ডিউক বল নিয়ে বিতর্ক অব্যাহত। আগের টেস্টগুলোয় দেখা গিয়েছে, বলের আকার খুব দ্রুত বদল হয়ে যাচ্ছে। লর্ডস টেস্ট শুরুর আগেই সেই নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন ঋষভ পন্থ। সেটা যে অমূলক ছিল না, তা দ্বিতীয় দিনেই স্পষ্ট। মাত্র ১০ ওভার পরই নতুন বল বদলালেন আম্পায়াররা। যা নিয়ে আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন অধিনায়ক শুভমান গিল।

Advertisement

দ্বিতীয় নতুন বল নেওয়া হয়েছিল ইংল্যান্ডের ব্যাটিংয়ের ৮০তম ওভারে। সেই বলে মাত্র ১০ ওভার খেলা হয়েছিল। তারপরই বলের যা অবস্থা দাঁড়ায়, তাতে রীতিমতো অসন্তুষ্ট ভারতীয় শিবির। তারপর লুপ টেস্ট করে বল বদলান আম্পায়ার সরফুদ্দৌল্লা সৈকত। সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন ভারত অধিনায়ক শুভমান গিল। আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এমনকী আম্পায়ারের হাত থেকে বল কেড়ে নেন। স্টাম্প মাইকে শোনা যায় মহম্মদ সিরাজ বলছেন, “এটা তো মাত্র ১০ ওভার পুরনো বল! এর মধ্যেই?”

সুনীল গাভাসকর ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, “এখান থেকেও দেখা যাচ্ছে, এটা ১০ ওভার পুরনো বল নয়। যেন মনে হচ্ছে ২০ ওভার পুরনো বল।” নতুন বলে জশপ্রীত বুমরাহরা ইংল্যান্ডকে বেশ সমস্যায় ফেলেন। দ্রুত তিন উইকেট তুলে নেন তিনি। তবে বল একটু পুরনো হতেই ইংল্যান্ড ফের ম্যাচে ফেরে। লাঞ্চের সময় ইংল্যান্ডের রান ৭ উইকেট হারিয়ে ৩৫৩। ব্যাট করছেন জেমি স্মিথ ও ব্রাইডন কার্স। এই পরিস্থিতিতে শুভমানের ক্ষুব্ধ হওয়া খুব স্বাভাবিক।

উল্লেখ্য, ঋষভ পন্থের মন্তব্য ছিল, “এই বলের আকার খুব তাড়াতাড়ি বিকৃত হয়ে যায়। আগে কিন্তু কখনও এমন দেখিনি। যে কোনও ক্রিকেটারের কাছে ব্যাপারটা খুবই বিরক্তিকর। কারণ প্রত্যেক বল আলাদাভাবে খেলতে হয়। কখনও না কখনও তো মনে হয় বল বেশি নরম হয়ে যাচ্ছে। আবার বল পরিবর্তন করলে মনে হয়, অন্য রকম হয়ে যাচ্ছে। এটা ক্রিকেটের জন্য মোটেও ভালো নয়।” যদিও ডিউক বলের নির্মাতা দিলীপ জাজোদিয়া পন্থের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, এই বলে কোনও সমস্যা নেই। দ্বিতীয় দিনের ঘটনায় কিন্তু ডিউক বল বিতর্ক ফের মাথাচাড়া দিচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement