সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডে প্রথম টেস্টে যে ভারত এভাবে হারতে পারে, তা বোধহয় প্রথম তিনদিনে কেউ ভাবতেও পারেনি। প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৫০০-র কাছাকাছি রান। ইংল্যান্ডও যথেষ্ট লড়াই দিয়েছে। কিন্তু তাবলে পঞ্চম দিনে এসে ৫ উইকেটে হারতে হবে! পরাজয়ের কারণ কী? ভারত অধিনায়ক শুভমান গিল একাধিক কারণ খুঁজে পাচ্ছেন। সেই সঙ্গে তাঁর বক্তব্য, এই দলটা তরুণ। উন্নতি করতে সময় লাগবে।
এক এক করে বলা যাক। গিলের চোখে প্রথম কারণ লোয়ার অর্ডারের ব্যর্থতা। প্রথম ইনিংসে ৪১ রানে ৬ উইকেটের পতন। দ্বিতীয় ইনিংসে ৩১ রানে ৫ উইকেট হারানো। পাঁচ-পাঁচটি শতরানও সেই দুর্বলতা ঢাকতে পারেনি। যা নিয়ে গিল বলছেন, “আমরা ভেবেছিলাম ৪৩০-৪৩৫ রান তুলতে পারলে ডিক্লেয়ার করে দেব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাড়াতাড়ি পাঁচ উইকেট পড়ে যায়। যেটা একেবারেই ভালো লক্ষণ নয়। এমনকী আজও, ওরা ভালো ওপেনিং পার্টনারশিপ গড়ার পরও আশা করেছিলাম, সুযোগ আছে। কিন্তু কোনও কিছুই আমাদের পক্ষে যায়নি।”
এবার দ্বিতীয় কারণে আসা যাক। সেটা বোধহয় নতুন করে বলার নয়। চোখের সামনেই দেখা গিয়েছে, চার-চারটে ক্যাচ পড়েছে। বেন ডাকেটের ক্যাচ ৯৭ রানের মাথায় না পড়লে হয়তো ম্যাচের রং বদলে যেত। আর এরকম ম্যাচে এত ক্যাচ মিস পড়ার ফল যা হওয়ার তাই হয়েছে। এত কিছুর পরও কিন্তু গিল গর্বিত। তিনি বলছেন, “আমরা বেশ কয়েকটা ক্যাচ ফেলেছি। লোয়ার অর্ডার ভালো খেলেনি। কিন্তু আমরা যা চেষ্টা করেছি, তার জন্য গর্বিত।”
এ তো গেল সমস্যা। সমাধান কোথায়? একদম ধরে ধরে গিল কোনও উত্তর দিলেন না। বরং বলে গেলেন, “সুযোগ সহজে আসে না। বিশেষ করে এরকম উইকেটে। কিন্তু এই দলটা তরুণ- আমরা এখনও শিখছি। আশা করছি, আগামী ম্যাচগুলোতে আমরা এই জায়গাগুলোতে আরও উন্নতি করব।” দেশের ক্রিকেটপ্রেমীরাও সেই আশা করছেন। নাহলে ‘তরুণের স্বপ্ন’ বলে বেশিদিন চালানো যাবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.