Advertisement
Advertisement
IND vs ENG

ম্যাঞ্চেস্টারে গিলদের ‘শত্রু’ বৃষ্টি! ভারতের চতুর্থ টেস্টে কেমন থাকবে পাঁচদিনের আবহাওয়া?

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও বিপদ টিম ইন্ডিয়ারই।

IND vs ENG: Will rain play spoilsport at Manchester Old Trafford and Pitch report
Published by: Arpan Das
  • Posted:July 22, 2025 8:17 pm
  • Updated:July 22, 2025 8:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টারে ভারতের জন্য কার্যত ‘ডু অর ডাই’ টেস্ট। ম্যাচ জিতলে ভারত টেস্ট সিরিজে সমতা ফেরাবে। ইংল্যান্ড জিতলে সিরিজও তারা পকেটে পুরে ফেলবে। আর যদি ম্যাচ ড্র হয় বা ভেস্তে যায়, তাহলে সিরিজ জেতার সমস্ত আশা শেষ শুভমান গিলদের। ওভালে পঞ্চম টেস্টে জিতলেও সিরিজ বড়জোর ড্র হবে। কিন্তু ম্যাঞ্চেস্টারের আবহাওয়া কীরকম? ম্যাঞ্চেস্টার টেস্টে কি ভোগাবে বৃষ্টি?

Advertisement

ভারতীয় দল যখন ম্যাঞ্চেস্টারে পৌঁছেছিল, তখনই কিন্তু বৃষ্টিতে ভিজে গিয়েছিল গোটা শহর। এমনিতে সেখানে বৃষ্টির জন্য বহু ম্যাচে ফলাফল মেলেনি। ভারত-ইংল্যান্ড টেস্টের পাঁচ দিনের বেশিরভাগ সময়ও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার, অর্থাৎ টেস্টের প্রথম দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। ৬৫ শতাংশ বৃষ্টিপাতের খবর রয়েছে। তাপমাত্রা ১৪ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পূর্বাভাস অনুসারে, স্থানীয় সময় সকাল ১১টায়, অর্থাৎ ম্যাচটি শুরু হওয়ার সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়ছে। পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাত ৮৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। তাপমাত্রা ১২ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তৃতীয় এবং চতুর্থ দিনের জন্য পূর্বাভাস তুলনায় ভালো। পঞ্চম দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা ৪০ শতাংশ।

বৃষ্টিতে কিন্তু পিচের চরিত্রও বদলাবে। এমনিতে পিচ ফ্ল্যাট হওয়ারই কথা। তবে দিন এগোনোর সঙ্গে সঙ্গে পিচ ভাঙবে। তাতে আবার পেস ও বাউন্স পাওয়া যাবে। কিন্তু বৃষ্টি হলেই পিচের চরিত্র বদলাবে বলে মনে করেন পিচ প্রস্তুতকারক স্টিভ হার্মিসন। যা অনেকটা এজবাস্টন বা লর্ডসের শেষদিনের পিচের মতো হয়ে যাবে। তবে পিচ শুকনো থাকলে কুলদীপ যাদবের মতো রিস্ট স্পিনার কাজে লাগতে পারেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement