Advertisement
Advertisement
Joe Root

দ্রাবিড়কে টপকে সেরা পাঁচে, লর্ডসে সেঞ্চুরি করে ভারতের বিরুদ্ধে অনন্য রেকর্ড জো রুটের

শেষ পর্যন্ত বুমরাহর বলে ১০৪ রানে আউট হন রুট।

IND vs ENG: With 37th century, England's Joe Root goes past Rahul Dravid and breaks into top 5
Published by: Arpan Das
  • Posted:July 11, 2025 4:01 pm
  • Updated:July 11, 2025 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডসে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের জো রুট (Joe Root) অপরাজিত ছিলেন ৯৯ রানে। সেঞ্চুরি ছিল সময়ের অপেক্ষা। দ্বিতীয় দিনের প্রথম বলেই সেই অপেক্ষার অবসান হল। জশপ্রীত বুমরাহর বলটা গালি দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে টেস্টে ৩৭ তম সেঞ্চুরি করে ফেললেন জো রুট। সেই সঙ্গে ভেঙে দিলেন একাধিক রেকর্ড।

Advertisement

১৯২ বলে ৩৭তম টেস্ট সেঞ্চুরি করলেন জো রুট। বাজবল থেকে সরে এসে ধীরেসুস্থে ইনিংস গড়েছিলেন ইংরেজ ব্যাটার। সময়মতো স্ট্রাইক রোটেট করেছেন, আবার প্রয়োজনে ‘খারাপ’ বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন। ৪৪ রানে ২ উইকেটে ক্রিজে এসে বেন স্টোকসের সঙ্গে ইংল্যান্ডের ইনিংসকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত বুমরাহর বলে আউট হন ১০৪ রানে।

লর্ডসে দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে টেস্ট সেঞ্চুরির তালিকায় সেরা পাঁচে ঢুকে পড়লেন তিনি। ছাপিয়ে গেলেন রাহুল দ্রাবিড়ের ৩৬টি সেঞ্চুরিকে। এখন তাঁর সামনে রয়েছেন শচীন তেণ্ডুলকর (৫১), জ্যাক কালিস (৪৫), রিকি পন্টিং (৪১), কুমার সঙ্গাকারা (৩৮)।

ভারতের বিরুদ্ধে টেস্টে এটি রুটের ১১তম সেঞ্চুরি। টেস্টে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার তালিকায় স্টিভ স্মিথের সঙ্গে যুগ্মভাবে রয়েছে তাঁর নাম। এর আগে গ্যারি সোবার্স, ভিভিয়ান রিচার্ডস ও রিকি পন্টিং ভারতের বিরুদ্ধে ৮টি করে সেঞ্চুরি করেছেন। এখানেই শেষ নয়। কোনও একটি দলের বিরুদ্ধে ৩০০০ রান করার রেকর্ড গড়লেন তিনি। সক্রিয় প্লেয়ারদের মধ্যে একমাত্র স্টিথ স্মিথের এই রেকর্ড আছে। অজি ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধেই ৩৪১৭ রান করেছেন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement