রবীন্দ্র জাদেজা। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর পর দুই টেস্টে হার। অসংখ্য প্রশ্নের মুখে ভারতীয় দলের ব্যাটিং। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিটা টেস্টেই টিম ইন্ডিয়াকে আশার আলো দেখিয়েছেন বোলাররা। যেমন মুম্বইয়ে জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা। কিউয়িদের বিরুদ্ধে তুললেন ৫টি উইকেট। আর সেই সঙ্গে ঢুকে পড়লেন রেকর্ডবুকেও।
জাদেজার ঘূর্ণিতে বন্দি হয়ে ফিরলেন উইল ইয়ং, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, ঈশ সোধি ও ম্যাট হেনরি। টেস্টে জাদেজার উইকেট সংখ্যা হল ৩১৪। তিনি টপকে গেলেন জাহির খান ও ঈশান্ত শর্মাকে। তাঁদের দুজনেরই টেস্ট উইকেট সংখ্যা ৩১১। ওয়াংখেড়ের বোলিংয়ের সৌজন্যে ভারতের সর্বোচ্চ উইকেট পাওয়া বোলারদের তালিকায় জাদেজা ঢুকে পড়লেন প্রথম পাঁচে। তাঁর সামনে আছেন অনিল কুম্বলে, আর অশ্বিন ও কপিল দেব ও হরভজন সিং।
অনিল কুম্বলের উইকেট সংখ্যা ৬১৯। অন্যদিকে জাদেজার স্পিন-পার্টনার অশ্বিনের উইকেট ৫৩৩। কপিল দেবের উইকেট সংখ্যা ৪৩৪ এবং হরভজনের শিকার ৪১৭। বাংলাদেশের বিরুদ্ধে ৩০০ উইকেটের গণ্ডি ছুঁয়েছিলেন জাদেজা। সেই সঙ্গে ৩০০০-র বেশি রানও আছে তাঁর। টেস্টে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট এবং ৩ হাজার রানের মালিক তিনি।
তবে রেকর্ডের দিনেও দুশ্চিন্তা কমছে না। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের রান ৮৬। সম্প্রতি ভারতীয় ব্যাটিংয়ের দুর্বলতা বার বার চোখে পড়ছে। সেই নিয়ে জাড্ডু বললেন, “এরকম হবে আশা করিনি। ভুল বোঝাবুঝি ও ভুল সিদ্ধান্তের জন্য এই অবস্থা। কিন্তু সেটা হতেই পারে। আমরা এখনও ১৫০ রানে পিছিয়ে। ছোট ছোট পার্টনারশিপ গড়লে অনায়াসে নিউজিল্যান্ডের রানের গণ্ডি পেরিয়ে যাব। গরমের মধ্যে আমি, সুন্দর ও বাকিরা বল করে গিয়েছি। এবার দায়িত্ব ব্যাটারদের।”
A round of applause for Ravindra Jadeja! 👏 👏
He scalps his 1⃣4⃣th FIFER in Test cricket ✅
Well done! 🙌 🙌
Live ▶️ | | |
— BCCI (@BCCI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.