সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ইটের বদলা পাটকেলে! এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে নিয়ে একপ্রকার ছেলেখেলা করেছে ভারত (IND vs PAK)। ৬ উইকেটে জয় পাওয়া সেই ম্যাচে হ্যারিস রউফের (Haris Rauf) সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়তে দেখা যায় অভিষেক শর্মাকে (Abhishek Sharma)। তাঁকে তাতিয়ে দিয়ে মানসিক যুদ্ধে জিততে চেয়েছিল পাকিস্তান। কিন্তু দিনের শেষে সেটাই পাক দলের কাছে বুমেরাং হয়ে ওঠে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
ভারতের ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। অভিষেককে লক্ষ্য করে পাক পেসার হ্যারিস রউফ কিছু একটা বলেন। এরপরেই কার্যত তেতে ওঠেন ভারতীয় ওপেনার। আরও বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন ‘শর্মাজি কা বেটা’। রউফকে কোনওভাবেই রেয়াত করেননি তিনি। ইশারা করে রউফকে চলে যেতে বলেন। দু’জনের মধ্যে কথাযুদ্ধও চলে। এগিয়ে আসেন শুভমান গিল। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত মাঠের আম্পায়ার গাজি সোহেল মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এখানেই শেষ নয়। ওই ওভারের শেষ বলে পুল শটে বাউন্ডারি হাঁকান শুভমান গিল। তিনিও পাক বোলারের সঙ্গে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন। পাকিস্তানের দেওয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিধ্বংসী মেজাজে শুরু করেন অভিষেক। ইনিংসের প্রথম বলেই শাহিন আফ্রিদিকে বিশাল ছক্কা হাঁকান তিনি। এরপর শাহিনকে উদ্দেশ্য করে অভিষেকও কিছু বলেন। জানা গিয়েছে, আফ্রিদিই প্রথমে ভারতীয় ব্যাটারকে উসকে দেওয়ার চেষ্টা করেছিলেন। তাই ব্যাট হাতে তো বটেই, মুখেও জবাব দিয়েছেন অভিষেক।
ম্যাচে জেতানো ইনিংস খেলার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ভারতের তরুণ ওপেনার বলেন, “ওরা কোনও কারণ ছাড়াই এসে কথাবার্তা বলে যাচ্ছিল। যেগুলো একেবারেই ভালো লাগছিল না। ওদের পালটা দেওয়ার একমাত্র উপায় ছিল ব্যাট। কোনও বাড়তি কথা কেউ বলিনি। ওদের জবাবটা আমরা রান করে দিয়েছি।”
THE MOMENT HARIS RAUF GOT RATTLED…!!!!
– Abhishek Sharma
— Rahul Jyotish (@RahulJyotish3)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.