Advertisement
Advertisement
IND vs PAK

ভারত হাত মেলায়নি, হতাশা থেকেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘বয়কট’ পাক অধিনায়কের!

এই বিষয়ে কী বলেছেন পাক কোচ?

IND vs PAK: Pakistan Captain Skips Award Ceremony After India Snubs Handshake
Published by: Prasenjit Dutta
  • Posted:September 15, 2025 9:51 am
  • Updated:September 15, 2025 1:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘বয়কট’ পাকিস্তান অধিনায়ক সলমন আঘার। ম্যাচের পর জয়ী এবং পরাজিত অধিনায়ক বক্তব্য রাখেন। এটাই নিয়ম। কিন্তু সলমন হাঁটলেন অন্য পথে। ম্যাচের পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের কোনও ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি। যা হতাশ করেছে পাক অধিনায়ককে। জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার এই আচরণের প্রতিবাদ করে এই সিদ্ধান্ত নিয়েছেন আঘা।

Advertisement

সাংবাদিক সম্মেলনে সূর্যকুমারের কথা শুনে বোঝা গিয়েছে, পরিকল্পনা মতোই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি তাঁরা। খেলার পর কুলদীপ যাদবের সঙ্গে কথা বলার পর সঞ্চালকের ভূমিকায় থাকা সঞ্জয় মঞ্জরেকর ডেকে নেন সূর্যকুমারকে। তখন কিন্তু কোথাও দেখা যায়নি পাকিস্তান অধিনায়ককে। কেন তিনি উপস্থিত ছিলেন না, সেটা অবশ্য তখনও বোঝা যায়নি।

কারণ বোঝা গেল পাকিস্তান কোচের বক্তব্যের পর। সাংবাদিক সম্মেলনে এসে পাকিস্তানের কোচ মাইক হেসন বলেন, “ওদের আচরণে আমরা হতাশ। আমরা চেয়েছিলাম ওদের সঙ্গে হাত মেলাতে। সেটা হয়নি। সেই কারণেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে সলমন আসেনি। তবে, ম্যাচটি আমাদের জন্য খুবই হতাশাজনক ছিল।”

উল্লেখ্য, এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া (IND vs PAK)। ম্যাচের পর বহু কিছু নিয়েই চর্চা জারি রয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অদৃশ্য বয়কটের পথে হেঁটেছিলেন সূর্যকুমার যাদবরা। টসের সময় পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দন করেননি ভারত অধিনায়ক। ম্যাচ জয়ের পরেও একই ছবি। তখনও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি ভারতীয় ক্রিকেটারদের। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনেও টিম ইন্ডিয়ার অধিনায়কের মুখে একই কথা শোনা গিয়েছে। এই পরিস্থিতিতে একপ্রকার ‘হতাশ’ হয়েই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলেন না পাকিস্তান অধিনায়ক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ