Advertisement
Advertisement
IND vs PAK WCL

পহেলগাঁও হামলার জেরে নাম প্রত্যাহার ধাওয়ান-পাঠানদের, বাতিল লেজেন্ডস লিগের ভারত-পাক ম্যাচ

ম্যাচ বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে ক্ষমা চাইলেন আয়োজকরা।

IND vs PAK WCL match called off after Indian players withdraw
Published by: Subhajit Mandal
  • Posted:July 20, 2025 9:00 am
  • Updated:July 20, 2025 9:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেরিতে হলেও বোধোদয়! ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে নামতে আপত্তি শিখর ধাওয়ান, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিংদের। যার জেরে শেষে পর্যন্ত বিতর্কিত ওই ম্যাচ বাতিল করে দিলেন আয়োজকরা। এই প্রতিযোগিতায় আর মুখোমুখি হবেন না দুই দেশের প্রাক্তন তারকারা।

Advertisement

রবিবার রাতেই ইংল্যান্ডের বার্মিংহামে শাহিদ আফ্রিদির পাকিস্তান লেজেন্ডদের বিরুদ্ধে নামার কথা ছিল অবসরপ্রাপ্ত ভারতীয়দের দলের। ভারতীয় দলে রয়েছেন শিখর ধাওয়ান, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পারা। অন্যদিকে পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে শাহিদ আফ্রিদিকে। এ বছর সরফরাজ খান, সইদ আজমল, সোহেল খান এবং আমির ইয়ামিনের মতো ক্রিকেটাররা আছেন।

পহেলগাঁও আক্রমণ থেকে অপারেশন সিঁদুর, নেটদুনিয়ায় একে অপরকে আক্রমণ করেছিলেন শিখর ও আফ্রিদি। ভারতীয় ক্রিকেটারদের অনেকেই ওই হামলার প্রতিবাদে সরব হন। ক্রিকেট মহলের একাংশ থেকেও বলা হচ্ছিল, সন্ত্রাসবাদ আর খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। তাই পাকিস্তানের সঙ্গে সবরকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা হোক। সেসব উপেক্ষা করেই আয়োজকরা এই ম্যাচটি খেলানোর সিদ্ধান্ত নেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের পিছু হটতে হল ভারতীয় ক্রিকেটার প্রতিবাদের জেরেই। প্রথম শিখর ধাওয়ান ওই ম্যাচে নামতে আপত্তি জানিয়ে আয়োজকদের চিঠি লেখেন। এরপর একে একে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানান হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠানরা। শেষমেশ আয়োজকরা ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হলেন।

আয়োজকদের তরফে এক বিবৃতি দিয়ে ওই ম্যাচ বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। দর্শকদের কাছে ক্ষমা চেয়ে আয়জোকরা জানিয়েছেন, টুর্নামেন্টের বাকি অংশ সূচি অনুযায়ী চলবে। তবে এই ম্যাচটি বাতিল। আয়জোকদের দাবি, “আমরা ভালো কিছু মুহূর্ত ক্রিকেটপ্রেমীদের উপহার দিতে চেয়েছিলাম। কিন্তু তাতে লক্ষ লক্ষ মানুষ আঘাত পেয়েছেন। সর্বোপরি ভারতীয় কিংবদন্তিরা আঘাত পেয়েছেন। তাই আমরা ক্ষমাপ্রার্থী।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement