Advertisement
Advertisement
IND VS WI

ক্যাম্পবেলের সেঞ্চুরি, হোপের লড়াই, ইনিংসে হার বাঁচানোর মুখে ওয়েস্ট ইন্ডিজ

ভারতীয় বোলারদের একাধিপত্য রুখে দিল্লি টেস্টে ক্রমে জাঁকিয়ে বসছে ওয়েস্ট ইন্ডিজ।

IND VS WI: John Campbell's century, Shai Hope's fight, West Indies face saving an innings defeat
Published by: Prasenjit Dutta
  • Posted:October 13, 2025 11:34 am
  • Updated:October 13, 2025 1:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফলো অন খাওয়ার পর দুরন্ত লড়াই ক্যারিবিয়ান দলের। তৃতীয় দিনের শেষে ক্যাম্পবেল-হোপের ব্যাটে ইনিংসে হার এড়ানোর স্বপ্ন দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই স্বপ্ন সত্যি হওয়ার পথে। মধ্যাহ্নভোজের বিরতির আগে ক্যারিবিয়ান দলের স্কোর ৩ উইকেটে ২৫২। এখন তারা মাত্র ১৮ রানে পিছিয়ে। 

Advertisement

তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৩ উইকেটে ১৭৩। অপরাজিত থাকা জন ক্যাম্পবেল এবং শাই হোপ চতুর্থ দিনের শুরু থেকেই সাবলীলভাবে খেলতে থাকেন। বুমরাহ, সিরাজ, জাদেজাদের ভালোই সামলাচ্ছিলেন তাঁরা। ৮৭ রানে অপরাজিত থেকে শুরু করা ক্যাম্পবেল সেঞ্চুরিও পূরণ করেন সহজে।

৬৩.৩ ওভারে সেই ক্যাম্পবেলকে ফেরান রবীন্দ্র জাদেজা। ক্যারিবিয়ান ওপেনারের ১৯৯ বলে ১১৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার, ৩টি বিশাল ছক্কা দিয়ে। তিনি আউট হলেও শাই হোপ ছিলেন নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন। উইকেট কামড়ে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। তিনি অপরাজিত ৯২ রানে পাঁচ নম্বরে নামা ক্যারিবিয়ান অধিনায়ককেও আপাতত নিখুঁত দেখিয়েছে। ২৩ রানে অপরাজিত রয়েছেন রস্টন চেজ। 

সব মিলিয়ে চতুর্থ দিন মধ্যাহ্নভোজের আগে ভারতের প্রাপ্তি কেবলমাত্র ক্যাম্পবেলের উইকেট। এটুকু বাদ দিলে ভারতীয় বোলারদের একাধিপত্য রুখে দিল্লি টেস্টে ক্রমে জাঁকিয়ে বসছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দু’টো দিন অরুণ জেটলি স্টেডিয়ামের পিচে যতটা ঘূর্ণি ছিল, ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা ভ্যানিশ। দিল্লির পিচ হয়ে গিয়েছে স্লো। সেই কারণে স্পিনারদের বল ঘুরলেও সেই বলে গতি থাকছে না। এর ফলে বিপক্ষ ব্যাটাররা ভারতীয় স্পিনারদের পড়ে ফেলছেন সহজেই।

দিল্লির পিচ নিয়ে ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে একদিন আগেই বলেছিলেন, “পিচ আরও ভাঙবে, তেমনই ভেবেছিলাম। মনে হয়েছিল তৃতীয় দিনই হয়তো খেলা শেষ করে দেব। যদিও পিচ আরও স্লো হয়ে গেল। পিচ যে আচমকা এত স্লো হয়ে যাবে বুঝিনি। বোলাররা একেবারেই সাহায্য পাচ্ছে না।” মধ্যাহ্নভোজের বিরতির আগে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ২৫২। ইনিংসে হার বাঁচাতে তাদের দরকার মাত্র ১৮ রান। যা খুব সহজেই তারা পূরণ করে ফেলবে বলে মনে করছে ক্রিকেটমহল। অর্থাৎ, ভারতকে আবার ব্যাটিং করতে হবে। এখন দেখার, টিম ইন্ডিয়ার সামনে কত রানের লক্ষ্য রাখে ওয়েস্ট ইন্ডিজ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ