Advertisement
Advertisement
IND VS WI

জুরেলের পর সেঞ্চুরি জাদেজারও, দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত

ভারতের দাপটের সামনে নাজেহাল অবস্থা ক্রিকেট বিশ্বের এক সময়কার 'বাঘ' ওয়েস্ট ইন্ডিজের।

IND VS WI: Ravindra Jadeja also hits century after Jurel, India in the driving seat at the end of the second day
Published by: Prasenjit Dutta
  • Posted:October 3, 2025 4:57 pm
  • Updated:October 4, 2025 1:54 pm   

ওয়েস্ট ইন্ডিজ: ১৬২ (গ্রিভস ৩২, হোপ ৩২, সিরাজ ৪০/৪, বুমরাহ ৪২/৩)
ভারত: ৪৪৮/৫ (জুরেল ১২৫, জাদেজা ১০৪*, রাহুল ১০০, চেজ ৯০/২, জেডেন ৫৩/১, )
২৮৬ রানে এগিয়ে ভারত। 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় একপেশে একটা ম্যাচ। যেখানে ভারতের দাপটের সামনে নাজেহাল অবস্থা ক্রিকেট বিশ্বের এক সময়কার ‘বাঘ’ ওয়েস্ট ইন্ডিজের। ১৬২ রানের জবাবে প্রথম ইনিংসে ভারতের রান দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ৪৪৮। টিম ইন্ডিয়া এগিয়ে ২৮৬ রানে। কেএল রাহুল, ধ্রুব জুরেলের পর সেঞ্চুরি পেলেন রবীন্দ্র জাদেজাও। 

টেস্টে ষষ্ঠ শতরান করলেন জাদেজা। ১৬৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে স্বভাবসিদ্ধ তলোয়ার সেলিব্রেশনে মাতলেন তিনি। তার আগে অবশ্য ধ্রুব জুরেলের তাঁর জুটিতে ওঠে ২০৬ রান। জুরেল যখন আউট হন তখন ভারতের রান ৫ উইকেটে ৪২৪। অর্থাৎ আহমেদাবাদ টেস্টে ততক্ষণে জাঁকিয়ে বসেছে টিম ইন্ডিয়া। আর দিনের শেষে ম্যাচের যা ছবি, তাতে মনে হচ্ছে ভারতের জেতা সময়ের অপেক্ষা।

২ উইকেটে ১২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজকে খুব একটা সুযোগ দেননি রাহুল এবং শুভমান। দু’জনের ৯৮ রানের জুটি ভাঙেন চেজ। ক্যারিবিয়ান অধিনায়কের বল খামকা রিভার্স সুইপ করতে গিয়ে কার্যত উইকেট দিয়ে এলেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক। এরপর নামলেন ধ্রুব জুরেল। তাঁর সঙ্গে জুটিতে মাত্র ৩০ রান যোগ করে সেঞ্চুরির পরেই প্যাভিলিয়নে ফিরে গেলেন কেএল রাহুল।

এরপর জাদেজা নামতেই গিয়ার বদল করে ভারত। ওয়ানডে ক্রিকেটের ঢংয়ে খেলেন তিনি। সঙ্গে অনেকটাই ঠান্ডা মেজাজে দেখা যায় জুরেলকে। ১৯০ বলে শতরান করেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক।  য়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজের বলে বাউন্ডারি হাঁকিয়ে এই সেঞ্চুরি করে কিংবদন্তি ক্রিকেটারদের ছুঁলেন জুরেল।

ইংল্যান্ডে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। পুরোপুরি সুস্থ না হয়ে ওঠার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে নেই তিনি। সেই কারণে ধ্রুব জুরেল কেমন খেলেন, সেই দিকে নজর ছিল অনেকের। সেই পরীক্ষায় তিনি লেটার মার্কস নিয়ে পাশ। প্রথমে দস্তানা হাতে সাবলীল দেখিয়েছিল তাঁকে। এবার ব্যাট হাতেও দুর্দান্ত ক্রিকেট উপহার দিলেন তিনি। এরপর সেঞ্চুরি করেন জাদেজাও। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ৪৪৮। ক্রিজে রয়েছেন জাদেজা (১০৪) এবং ওয়াশিংটন সুন্দর (৯)।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ