Advertisement
Advertisement
IND vs WI

তৃতীয় দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট জয়ের সামনে ভারত, ভাইরাল নীতীশের উড়ন্ত ক্যাচ

ইনিংসে জয়ের সম্ভাবনা শুভমান গিলদের কাছে।

IND vs WI: West Indies is struggling against India in third day lunch and Nitish Reddy's catch is viral
Published by: Arpan Das
  • Posted:October 4, 2025 11:36 am
  • Updated:October 4, 2025 1:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব বড় অঘটন না হলে তিনদিনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট শেষ হয়ে যেতে চলেছে। আর তাতে জিততে চলেছে ভারতই। আর সেটা ইনিংসের ব্যবধানে। গুজরাটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ক্যারিবিয়ানদের রান ৫ উইকেট হারিয়ে ৬৬। এখনও পিছিয়ে আছে ২২০ রানে। তিন উইকেট রবীন্দ্র জাদেজার। খুব বেশিক্ষণ যে জাস্টিন গ্রিভসরা প্রতিরোধ বজায় রাখতে পারবেন, তা মনে হচ্ছে না। তবে তৃতীয় দিনে চর্চায় নীতীশ রেড্ডির উড়ন্ত ক্যাচ। 

Advertisement

প্রায় একপেশে একটা ম্যাচ। যেখানে ভারতের দাপটের সামনে নাজেহাল অবস্থা ক্রিকেট বিশ্বের এক সময়কার ‘বাঘ’ ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ইনিংসে তারা করেছিল ১৬২ রান। যার জবাবে প্রথম ইনিংসে ভারতের রান দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৫ উইকেটে ৪৪৮। টিম ইন্ডিয়া এগিয়ে ছিল ২৮৬ রানে। কেএল রাহুল, ধ্রুব জুরেলের পর সেঞ্চুরি পান রবীন্দ্র জাদেজাও।

তৃতীয় দিনের শুরুতেই ডিক্লেয়ার ঘোষণা করেন ভারত অধিনায়ক শুভমান গিল। ভারতের জয় নিয়ে সংশয় ছিল না। প্রশ্ন ছিল, সেটা কদিনের মধ্যে সম্ভব। যা পরিস্থিতি, তাতে পুরো তৃতীয় দিনও লাগবে না। প্রথম ইনিংসে যদি পেসাররা ভয়ানক হয়ে ওঠেন, তাহলে দ্বিতীয় ইনিংসে কামাল দেখালেন স্পিনাররা। পিচে ‘মার্ক’ হয়ে রয়েছে। লাল সুরকিতে নির্দিষ্ট জায়গায় বল পড়লেই তা অনেকটা ঘুরছে। যা ক্যারিবিয়ানদের কাছে রীতিমতো অবোধ্য। ‘স্যর’ জাদেজা সেই সুযোগে তিনটি উইকেট তুলে নেন। পিচের অবস্থা, জাদেজার ঘূর্ণি আর ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের দুরবস্থা দেখে মনে হচ্ছে যে কোনও মুহূর্তে আরেকটি উইকেট পড়তে পারে।

তবে তৃতীয় দিনের ‘নায়ক’ নীতীশ কুমার রেড্ডি। ব্যাট হাতে নামার সুযোগ পাননি। কিন্তু ফিল্ডিংয়ে জীবন উজাড় করে দিলেন। স্কোয়ার লেগে ছিলেন নীতীশ। সিরাজের বল সজোরে পুল করেছিলেন তেগনারায়ণ চন্দ্রপল। কিন্তু সজাগ ছিলেন নীতীশ। হাওয়ায় উড়ে বল তালুবন্দি করেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ