Advertisement
Advertisement
IND vs WI

‘তুমি জানো এটা আউট ছিল’, রিভিউ হারিয়ে আম্পায়ারের উপর চটলেন বুমরাহ!

ঠিক কী ঘটেছে?

IND vs WI: 'You Know It Was Out', Jasprit Bumrah lashes out at umpire after losing review!
Published by: Prasenjit Dutta
  • Posted:October 13, 2025 12:28 pm
  • Updated:October 13, 2025 1:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্থ দিন মধ্যাহ্নভোজের আগে ভারতের প্রাপ্তি কেবলমাত্র ক্যাম্পবেলের উইকেট। তাঁকে ১১৫ রানে সাজঘরে ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা। এটুকু বাদ দিলে ভারতীয় বোলারদের একাধিপত্য রুখে দিল্লি টেস্টে ক্রমে জাঁকিয়ে বসছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও সোমবার অরুণ জেটলি স্টেডিয়াম অন্য একটি ঘটনার সাক্ষী থাকল। ঘটনার প্রধান চরিত্র জশপ্রীত বুমরাহ। রিভিউ হারিয়ে আম্পায়ারকে কিছু বলতে শোনা যায় তাঁকে। 

Advertisement

ঠিক কী ঘটেছে? ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৫৫তম ওভারের ঘটনা। টিম ইন্ডিয়ার গতি তারকার পঞ্চম বল ক্যাম্পবেলের প্যাডে লাগে। এলবিডব্লিউ’র আবেদন করে বুমরাহ-সহ গোটা ভারতীয় দল। আম্পায়ার আউট দেননি। তাঁর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন ক্যাপ্টেন গিল।

আল্ট্রাএজে দেখা যায় সামান্য স্পাইক। তৃতীয় আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ সিদ্ধান্ত নেন, ব্যাটের কানা ছুঁয়ে ক্যাম্পবেলের প্যাডে লেগেছে বল। সেই কারণে ক্যারিবিয়ান ওপেনারকে আউট না দিয়ে মাঠের আম্পায়ারকে নট আউটের সিদ্ধান্তে অটল থাকতে বলেন।

রিভিউ হারানোর পর স্বভাবতই হতাশ হন বুমরাহ। তবে হতাশা গোপন করে রিচার্ড ইলিংওয়ার্থের পাশ দিয়ে যাওয়ার সময় একগাল হেসে তাঁকে বলতে শোনা যায়, “তুমি জানো এটা আউট ছিল। প্রযুক্তি সব সময় এটা প্রমাণ করতে পারে না।” এমনকী ভারতীয় ড্রেসিংরুমেও হতাশার চিত্র ধরা পড়ে। ধারাভাষ্যকাররাও বুমরাহর কথারই পুনরাবৃত্তি করেন। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। উল্লেখ্য, ৬৩.৩ ওভারে সেই ক্যাম্পবেলকে ফেরান রবীন্দ্র জাদেজা। ক্যারিবিয়ান ওপেনারের ১৯৯ বলে ১১৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার, ৩টি বিশাল ছক্কা দিয়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ