Advertisement
Advertisement

Breaking News

Harmanpreet Kaur

হরমনপ্রীতের সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড, টি-২০র পর ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ জয় ভারতের মেয়েদের

বল হাতে ক্রান্তি গৌড় একাই ধ্বংস করে দিলেন ইংল্যান্ডকে।

IND W vs ENG W: Harmanpreet Kaur Shatters Multiple Records With Hundred
Published by: Arpan Das
  • Posted:July 23, 2025 9:17 am
  • Updated:July 23, 2025 9:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও জয়ী হল ভারতের মহিলা ক্রিকেট দল। সোমবার তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে ভারত ১৩ রানে হারাল ইংল্যান্ডের মহিলা দলকে। অনবদ্য পারফরম্যান্স উপহার দিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং পেসার ক্রান্তি গৌড়। তার সঙ্গে একাধিক রেকর্ডও গড়েন ভারত অধিনায়ক।

Advertisement

হরমনপ্রীতই প্রথম ক্রিকেটার, যিনি ইংল্যান্ডে অ্যাওয়ে ম্যাচে তিনটি সেঞ্চুরি করলেন। গুরুত্বপূর্ণ ম্যাচে হরমনপ্রীত ৮৪ বলে ১০২ করেন। মারেন ১৪টি চার। যা তাঁর কেরিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। সেই সঙ্গে তৃতীয় ভারতীয় হিসেবে ওয়ানডেতে চারহাজার রান পূরণ করলেন তিনি। এর আগে স্মৃতি মন্ধানা ও মিতালী রাজের নামে এই কৃতিত্ব রয়েছে।

এখানেই শেষ নয়। ৮২ বলে সেঞ্চুরি করেন হরমনপ্রীত। যা ভারতীয় মহিলাদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এছাড়া মিতালী রাজের পর হরমনপ্রীতই দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি ইংল্যান্ডে ওয়ানডেতে ১০০০-র বেশি রান করলেন। ব্রিটিশভূমে ৩০টি ইনিংসে ৩টি সেঞ্চুরির পাশাপাশি ৫টি হাফসেঞ্চুরিও আছে তাঁর।

সিরিজের শেষ ম্যাচে হরমনপ্রীতের দাপট তো ছিলই। আর ক্রান্তি নিলেন ৬ উইকেট। প্রথমে ব্যাট করে ভারত ৫ উইকেটে ৩১৮ রান তোলে। জবাবে ইংল্যান্ড ৪৯.৫ ওভারে ৩০৫ রানে অল আউট। এই জয়ের ফলে ভারত ২-১ ব্যবধানে সিরিজও জিতল। রান পেয়েছেন স্মৃতি মন্ধানা (৪৫), হার্লিন দেওল (৪৫) ও জেমাইমা রডরিগেজ (৫০)। বল হাতে ক্রান্তি গৌড় একাই ধ্বংস করে দিলেন ইংল্যান্ডকে। তাঁর বোলিং পারফরম্যান্স এই রকম: ৯.৫-১-৫২-৬। ইংল্যান্ডের ন্যাট ব্রান্ট ৯৮ রান করেন। এমা ল্যাম্ব করেন ৬৮ রান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement