Advertisement
Advertisement
Karun Nair

প্রথম টেস্টের আগে চোট আতঙ্ক টিম ইন্ডিয়ার! অনুশীলনে পাঁজরে আঘাত পেলেন তারকা ব্যাটার

শুক্রবার প্রথম একাদশে দেখা যাবে ওই ব্যাটারকে?

India Batter Karun Nair Suffers Injury Scare Ahead Of 1st England Test
Published by: Subhajit Mandal
  • Posted:June 19, 2025 11:21 am
  • Updated:June 19, 2025 11:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেডিংলেতে টেস্টের ২৪ ঘণ্টা আগে ভারতীয় শিবিরে চোটের আতঙ্ক। অনুশীলনে জোরালো আঘাত পেলেন ৭ বছর পরে টেস্ট দলে কামব্যাক করা ব্যাটার করুণ নায়ার। যদিও ওই আঘাত তেমন গুরুতর নয় বলেই খবর। সব ঠিক থাকলে শুক্রবার ইংরেজদের বিরুদ্ধে নামবেন করুণ।

Advertisement

বুধবার নেটে পেসারদের বিরুদ্ধে ব্যাট করছিলেন করুণ। সেসময় প্রসিদ্ধ কৃষ্ণর একটি বল সামলাতে পারেননি তিনি। বলটি সোজা গিয়ে আঘাত করে তাঁর পাঁজরে। ওই আঘাতের পর দৃশ্যত যন্ত্রণাকাতর মনে হয়েছে করুণকে। তবে তাঁর আঘাত ততটা গুরুতর নয় বলেই খবর। পরে আবার নেটে ব্যাট করতে দেখা গিয়েছে তাঁকে। সব ঠিক থাকলে শুক্রবার প্রথম একাদশে থাকবেন নায়ার।

বুধবার থেকে হেডিংলেতে পূর্ণ উদ্যমে ট্রেনিং শুরু করে দিল ভারত। কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাধানে। যিনি মায়ের অসুস্থতার কারণে মাঝে দেশে ফিরে গিয়েছিলেন। এদিন ভারতীয় ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা বিস্ময় তৈরি হয়, গিল আর পন্থকে যথাক্রমে তিন এবং চার নম্বরে ব্যাট করতে যেতে দেখে। একটা সম্যক ধারণা এতদিন ছিল যে, বিরাট কোহলির শূন্যস্থান, অর্থাৎ ব্যাটিং লাইন আপের চার নম্বর পূর্ণ করবেন গিল। কিন্তু এ দিন হেডিংলতে ওপেনিংয়ে কেএল রাহুলের সঙ্গে যশস্বী জয়ওয়াল যাওয়ার পর তিনে চলে যান গিল। যদিও প্র্যাকটিস শেষে সাংবাদিক সম্মেলনে এসে পন্থ বলে যান, গিলই চারে যাচ্ছেন। আর তিনি পাঁচ নম্বরে।

ভারতীয় উইকেটকিপার-ব্যাটার যা বললেন, তাতে তিন নম্বরে কে যাবেন, এখনও ঠিক হয়নি। প্রাথমিক ভাবে একটা ধারণা ছিল, সাই সুদর্শন যেতে পারেন। আইপিএলে যাঁর টেম্পারামেন্ট-ফর্ম মুগ্ধ করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের। কিন্তু হেডিংলেতে এ দিন তাঁকে বিশেষ স্বচ্ছন্দ মনে হয়নি। বিশেষ করে জসপ্রীত বুমরাহর বলে বেশ কয়েক বার পরাস্ত হলেন তিনি। সেক্ষেত্রে করুণ নায়ার সম্ভবত তিন নম্বরেই ব্যাট করবেন। ওপেনিংয়ে যশস্বীর সঙ্গে যে রাহুল যাচ্ছেন, মোটামুটি নিশ্চিত। চার এবং পাঁচ নম্বর নিশ্চিত। সেক্ষেত্রে করুণ নায়ারই তিন নম্বরে খেলবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement