Advertisement
Advertisement
Asia Cup Final 2025

বোধনের রাতে পাক-বিসর্জন, ‘কুল-তিলকে’ অপরাজিত থেকেই ফের এশিয়াসেরা টিম ইন্ডিয়া

ম্যাচ জেতানো ইনিংস খেললেন তিলক বর্মা।

India beat Pakistan to win Asia Cup
Published by: Prasenjit Dutta
  • Posted:September 28, 2025 7:33 pm
  • Updated:September 29, 2025 12:26 am   

পাকিস্তান: ১৪৬ (সাহিবজাদা ৫৭, ফখর ৪৬, কুলদীপ ৩০/৪, বুমরাহ ২৫/২, অক্ষর ২৬/২)
ভারত: ১৫০/৫ (তিলক ৬৯*, শিবম ৩৩, ফাহিম ২৯/৩, আফ্রিদি ২০/১, আবরার ২৯/১)
৫ উইকেটে জয়ী ভারত।

Advertisement

এশিয়া কাপ ফাইনালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরুটা খারাপ করেনি পাকিস্তান। ওপেনিং জুটিতে উঠে যায় ৮৪ রান। সাহিবজাদা ফারহান করেন ৫৭ রান। ফখর জামান ৪৬ রান করেন। তখন বুমরাহকে রীতিমতো চাপে রেখেছিলেন পাক ব্যাটাররা। কিন্তু ভারতীয় স্পিনারদের আসতেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। প্রথম তিনজনের পর আর কেউ দুই সংখ্যায় পৌঁছয়নি। ১১৩ রানে ২ উইকেট থেকে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাক বাহিনী। কুলদীপ যাদব পান ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ২০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে তিলক বর্মা প্রথমে সঞ্জু স্যামসনকে নিয়ে ৫৭ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। এরপর শিবম দুবের সঙ্গে জুটি গড়ে ভারতকে জয়ের পথে নিয়ে যান। দুবে আউট হলেও দমানো যায়নি তিলককে। ৬৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। 

১৯.৪ ওভার: জয় ভারতের। ৫৩ বলে ৫৯ রানে অপরাজিত থাকলেন তিলক বর্মা। তাঁর ইনিংস সাজানো ৩টি চার, ৪টি ছক্কা দিয়ে। এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নেমে চার মেরে ভারতকে জেতালেন রিঙ্কু সিং। 

ফাহিমের বলে ৩৩ রানে আউট শিবম দুবে। ভারতের রান ১৩৭/৫। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ১০ রান 

১৮ ওভার: হ্যারিস রউফের শেষ বলে বিশাল ছক্কা হাঁকালেন তিলক। ভারতের রান ৪ উইকেটে ১৩০। জয়ের জন্য দরকার ১২ বলে ১৭। 

৩ ওভারে জয়ের জন্য দরকার ৩০। অর্থাৎ ওভার পিছু ১০ রান করতে হবে ভারতকে। ক্রিজে রয়েছেন তিলক বর্মা (৫৪) এবং শিবম দুবে (২০)। 

চাপের মুখে ৪১ বলে অর্ধশতক পূর্ণ‌ করলেন তিলক বর্মা। ৩টি চার এবং ৩টি ছক্কা মেরেছেন তিনি। ভারতের রান ১৬ ওভারে ১১১। জয়ের জন্য দরকার ২৪ বলে ৩৬ রান। 

১৫ ওভার: তিলক বর্মার ছক্কায় ১০০ পার ভারতের। জয়ের জন্য প্রয়োজন ৩০ বলে ৪৭ রান। 

১২.২ ওভার: তিলক-সঞ্জুর ৫৭ রানের জুটি ভাঙলেন আবরার আহমেদ। ২৪ রানে আউট সঞ্জু স্যামসন। ভারতের রান ৭৭/৪। 

১২ ওভার: ভারতের রান ৩ উইকেটে ৭৬। তিলক অপরাজিত ৩৪ এবং সঞ্জু ২৪ রানে অপরাজিত। জয়ের জন্য প্রয়োজন ৪৭ বলে ৭০ রান। 

১০ ওভার: তিন উইকেটের ধাক্কা সামলে তিলক (২৪) এবং সঞ্জু (১৬) ভারতকে ম্যাচে ফেরাতে মরিয়া। দুই ব্যাটারের জুটিতে আপাতত উঠেছে গুরুত্বপূর্ণ ৩৮ রান। সব মিলিয়ে ভারতের রান ৩ উইকেটে ৫৮। ম্যাচ জিততে ৬০ বলে ৮৯ রানের প্রয়োজন টিম ইন্ডিয়ার। 

৬ ওভার: পাওয়ার প্লেতে ভারতের রান ৩ উইকেটে ৩৬। অপরাজিত রয়েছেন শিবম দুবে (১৪) এবং সঞ্জু স্যামসন (৪)। চলতি এশিয়া কাপে পাওয়ার প্লেতে এটাই ভারতের সবচেয়ে কম রান। 

৩.৬ ওভার: ফাহিম আশরাফের বলে ১২ রানে আউট শুভমানও। তাঁর ক্যাচ তালুবন্দি করলেন হ্যারিস রউফ। ভারতের রান ২০/৩। 

২.৩ ওভার: শাহিন আফ্রিদির বলে আউট সূর্যকুমার যাদব। মাত্র ১ রানে ফিরলেন ভারত অধিনায়ক। তিনিও স্লোয়ার বুঝতে পারলেন না। ১০ রানে ২ উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া। ভারতের রান ৩ ওভার শেষে ২ উইকেটে ১২।

১.১ ওভার: ফাহিম আশরাফের স্লোয়ার ঠিক মতো পড়তে না পেরে আউট অভিষেক। ৬ বলে ৫ রান করে হ্যারিস রউফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি। ভারত প্রথম উইকেট খোয়াল ৭ রানে।

শুরু ভারতের ইনিংস। ওপেন করতে নামলেন অভিষেক শর্মা এবং শুভমান গিল। প্রথম ওভারে বোলিংয়ে শাহিন আফ্রিদি। প্রথম ওভারে টিম ইন্ডিয়ার রান ৭। রানের খাতা খুলেছেন দুই ওপেনারি। অভিষেক ৫ এবং গিল ২ রানে অপরাজিত। 

অসাধারণ শুরু করেছিল পাকিস্তান। সাহিবজাদা ফারহান ও ফখর জামানের ওপেনিং জুটিতেই উঠেছিল ৮৪ রান। কিন্তু তাসের ঘরের মতো গুটিয়ে গেল পাকিস্তানের ইনিংস। ভারতীয় স্পিনিং ত্রিফলা মাটি ধরিয়ে দিল পাকিস্তানকে। পাকিস্তানের শেষ ৯ উইকেট পড়ল মাত্র ৩৩ রানে। যার ফলে ১৪৬ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। কুলদীপের শিকার ৪ উইকেট। অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং জশপ্রীত বুমরাহ নিলেন ২টি করে উইকেট।

১৯.১ ওভার: জশপ্রীত বুমরাহ ফেরালেন মহম্মদ নওয়াজকে (৬)। পাকিস্তানের ইনিংস শেষ হল ১৪৬ রানে।

১৭.৫ ওভার: বুমরাহের ইয়র্কা‌রে বোল্ড হ্যারিস রউফ (৬)। পাকিস্তান ১৪১/৯। 

এক ওভারে তিন পাকিস্তানি ব্যাটারকে ফেরালেন কুলদীপ। সলমন আঘা, শাহিন আফ্রিদি এবং ফাহিম আশরফকে সাজঘরের রাস্তা দেখালেন তিনি। সব মিলিয়ে ভারতের ‘চায়নাম্যান বোলার’ নিলেন চার উইকেট। 

১৬.৬ ওভার: অনবদ্য প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার। ফাহিম আশরফ (০) আউট হলেন কুলদীপের ঘূর্ণিতে। তাঁর ক্যাচ নিলেন তিলক বর্মা। পরপর দু’বলে উইকেট নিলেন তিনি। পাকিস্তান ১৩৪/৮। 

১৬.৪ ওভার: কুলদীপের বলে লেগ বিফোর শাহিন আফ্রিদি। শূন্যে ফেরেন তিনি। পাকিস্তান ১৩৪/৭।

১৬.১ ওভার: এবার ফিরলেন সলমন আঘা (৮)। কুলদীপের বল পাক অধিনায়কের ব্যাটের কানায় লেগে উঠে যায়। দারুণ ক্যাচ নেন সঞ্জু স্যামসন। পাকিস্তান ১৩৩/৬।

১৫.৩ ওভার: হুসেল তালাতের (১) উইকেট নিলেন অক্ষর। পাকিস্তান ১৩১/৫।

১৪.৪ ওভার: বরুণ চক্রবর্তীর বলে ৩৫ বলে ৪৬ রান করে আউট ফখর জামান। ছক্কা হাঁকাতে গিয়ে মিস হিট করেন তিনি। সহজ ক্যাচ নেন কুলদীপ যাদব। পাকিস্তান ১২৬/৪।

১৩.৩ ওভার: অক্ষরের বলে আউট মহম্মদ হ্য়ারিস। ক্যাচ নেন রিঙ্কু সিং। পাকিস্তান ১১৪/৩।

১২.৫ ওভার: সাইম আয়ুবকে ফেরালেন বরুণ চক্রবর্তী। ১১ বলে ১৪ রান করে বুমরাহর হাতে ক্যাচ তুলে দিলেন। পাকিস্তানের রান তখন ২ উইকেটে ১১৩। 

১২ ওভার: দশম ওভারে প্রথম উইকেট পড়লেও রানের গতি কিন্তু কমেনি। পাকিস্তানের রান ১০৭/১। 

১০ ওভার: পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন বরুণ চক্রবর্তী। তিনি আউট করলেন ভয়ংকর হয়ে ওঠা ফারহান। ৩৮ বলে ৫৭ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। ৮৪ রানে প্রথম উইকেট পড়ল পাকিস্তানের। 

৯ ওভার: ঝোড়ো হাফসেঞ্চুরি ফারহানের। ৩৫ বলে অর্ধশতক পূরণ করলেন তিনি। ‘শাস্তির ভয়ে’ আর বিতর্কিত সেলিব্রেশন করেননি পাক ব্যাটার। পাকিস্তানের রান বিনা উইকেটে ৭৭। 

৬ ওভার: পাওয়ার প্লেতে পাকিস্তান তুলল বিনা উইকেটে ৪৫ রান। সাহিবজাদা ৩১ এবং ফকর জামান ১২ রানে অপরাজিত। 

৫ ওভার: পাওয়ার প্লের আগেই স্পিন অস্ত্র ব্যবহার করলেন সূর্যকুমার। বোলিংয়ে এলেন বরুণ চক্রবর্তী। প্রথম ওভারে দিলেন ৫ রান।  

নতুন বল ভালোই সামলেছেন শিবম। তিনি ২ ওভারে দিয়েছেন ১২ রান। তবে বুমরাহ কিছুটা মার খেলেন। ২ ওভারে তিনি দিয়েছেন ১৮। নিজের প্রথম ওভারে ৫ রান দিলেও দ্বিতীয় ওভারে দিলেন ১৩ রান। সাহিবজাদা তাঁর বলে ছক্কাও হাঁকান। 

৩ ওভার: পাকিস্তানের রান ১৯। সাহিবজাদা ১২, ফখর ৬ রানে অপরাজিত। 

১ ওভার: শিবম দুবে প্রথম ওভারে দিলেন ৪ রান। প্রথম তিনটে বলে কোনও রান না দিলেও চতুর্থ বলে তাঁর বলে বাউন্ডারি হাঁকালেন সাহিবজাদা। পঞ্চম এবং ষষ্ঠ বলে কোনও রান হয়নি। 

রাত ৮.০০: শুরু হল বহুপ্রতীক্ষিত মহারণ। প্রথম ওভারে বল করতে এলেন শিবম দুবে। পাকিস্তানের হয়ে ওপেন করছেন সাহিবজাদা ফারহান এবং ফখর জামান। 

সন্ধ্যা ৭.৪৫: ফাইনাল ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ভরে উঠেছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। 

সন্ধ্যা ৭.৩০: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। ফাইনালে চোটের জন্য খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। তাঁর জায়গায় দলে রিঙ্কু সিং। 

খেলা শুরুর আগে নিয়মমাফিক ওয়ার্ম আপ করেননি পাণ্ডিয়া। তারপর থেকেই জল্পনা শুরু হয় তারকা অলরাউন্ডারকে বাদ দিয়েই খেতাবি যুদ্ধে নামবে মেন ইন ব্লু? টসে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক সেই কথাই জানালেন।  

ভারতীয় দল (প্রথম একাদশ):
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

পাকিস্তান দল (প্রথম একাদশ):
সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আয়ুব, সলমন আলি আঘা, হোসেন তালাত, মহম্মদ হ্যারিস, মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, আবরার আহমেদ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ