সংযুক্ত আরব আমিরশাহী: ৫৭ (সারাফু ২২, ওয়াসিম ১৯, কুলদীপ ৪/৭, শিবম ৩/৪)
ভারত: ৬০/১ (অভিষেক ৩০, গিল ২০*)
৯ উইকেটে জয়ী ভারত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২৭ বল ব্যাট করেই এশিয়া কাপের প্রথম ম্যাচ জিতে নিল ভারত। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহীকে একেবারে দুরমুশ করে দিলেন অভিষেক শর্মা-কুলদীপ যাদবরা। দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করল গতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। প্রথমে বল করে আমিরশাহীকে ৫৭ রানে অলআউট করে দেন কুলদীপরা। ভারতের বিরুদ্ধে টি-২০তে এটাই কোনও দলের সর্বনিম্ন স্কোর। তার ব্যাট করতে নেমে মাত্র ৪.৩ ওভারে জয়ের রান তুলে দেন অভিষেকরা।
এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ভারতীয় বোলারদের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে ক’টা উইকেট নিতে পারেন। শেষ পর্যন্ত চার উইকেট তুলে নেন কুলদীপ, মাত্র ৭ রান দিয়ে। অন্যদিকে শিবম দুবে মাত্র ৪ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন। পাওয়ার প্লে শেষ হতেই এই দুই বোলারের সামনে গুঁড়িয়ে যায় আমিরশাহীর ব্যাটিং লাইন আপ। ১৩ ওভারেই যাবতীয় লড়াই শেষ আরব ব্রিগেডের।
যদিও ম্যাচের শুরুটা অন্যরকম হয়েছিল। প্রথম ৬ ওভারে ৪১ রান তুলে ফেলেন আমিরশাহীর ব্যাটাররা। তবে ওপেনার আলিশান সারাফু এবং আমিরশাহী অধিনায়ক মহম্মদ ওয়াসিম আউট হতেই আমিরশাহী ব্যাটিংয়ে ধস নামে। এই দুই ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে হার্দিক ছাড়া প্রত্যেকেই উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন বুমরাহ, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী।
মাত্র ৫৮ রানের টার্গেট ভারত যে হাসতে হাসতে তুলে দেবে একথা জানাই ছিল। কিন্তু ভারতের ইনিংস যে একেবারে চোখের নিমেষে শেষ হয়ে যাবে, তা হয়তো ক্রিকেটপ্রেমীরা ভাবতে পারেননি। ওপেন করতে নেমে মাত্র ১৬ বলে ৩০ রান করে অভিষেক। দু’টি বাউন্ডারি এবং তিনটে ছক্কা মেরে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। মাত্র ৯ বলে ২০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সহঅধিনায়ক শুভমান গিল। দাপুটে জয়ের ফলে পয়েন্ট তালিকায় সকলের উপরে উঠে এল ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.