সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ জিতে এসেও ছুটি নেই ভারত অধিনায়ক রোহিত শর্মার। ভোররাতে ভক্তকেও বিমুখ করেননি হিটম্যান। রবিবার শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সোমবার ভোররাতে দেশে পৌঁছেছেন হিটম্যান। বাড়িতে ফেরার পথে মার্সিডিজ থামিয়ে রোহিত ভক্তদের সঙ্গে ছবি তুললেন। কয়েকজন পুলিশকর্মীকেও দেখা যায় রোহিতের সঙ্গে ছবি তুলছেন। এক ভক্তের পোস্ট করা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয় ভারত। এভাবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া তা বোধহয় অতি বড় ভারত ভক্তও কল্পনা করেননি। এশিয়া কাপ জিতে ভারতে ফেরার পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করা হয়েছে।
অজিদের বিরুদ্ধে প্রথম দুটো ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত ও বিরাট কোহলিকে। রোহিতের পরিবর্তে লোকেশ রাহুল দলকে নেতৃত্ব দেবেন প্রথম দুটো ওয়ানডেতে। তৃতীয় ওয়ানডেতে অবশ্য রোহিত ফিরছেন।
After winning Asia Cup 2023 GREATEST CAPTAIN ROHIT SHARMA arrives in Mumbai.
Clicked pictures with fans and Police Officers
— Immy² (@BeingImRo45)
উল্লেখ্য ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। ৮ অক্টোবর ভারত অভিষান শুরু করছে। ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.