Advertisement
Advertisement
India Cricket Team

চাই পছন্দের পিচ! ইংল্যান্ডে অনুশীলনে ‘আবদার’ গম্ভীরের, পূরণ হল কি?

কীরকম পিচ চাইছেন ভারতের হেড কোচ?

India Cricket Team coach Gautam Gambhir sends clear message to pitch curators before England Series

ছবি: পিটিআই

Published by: Arpan Das
  • Posted:June 11, 2025 12:48 pm
  • Updated:June 11, 2025 12:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র। বিলেতের মাটিতে অগ্নিপরীক্ষা গম্ভীর ব্রিগেডের। অজি সফরের ব্যর্থতার পর দলে অনেক রদবদল এসেছে। রোহিত-কোহলিরা টেস্ট থেকে বিদায় নিয়েছেন। অধিনায়ক হয়েছেন শুভমান গিল। ইংল্যান্ডের মাটিতে নামার আগে অনুশীলনে পছন্দের পিচ কীরকম হবে গম্ভীর সেটাও জানিয়ে দিলেন।

Advertisement

এই মুহূর্তে কেন্টের বেকেনহাম কাউন্টি গ্রাউন্ডে অনুশীলন করছে টিম ইন্ডিয়া। বেকেনহামের প্রধান পিচ প্রস্তুতকারক জশ মার্ডেন পরিষ্কার জানিয়েছেন, গম্ভীর অনুশীলনে কীরকম পিচ চান। ভারতের মাটিতে নিউজিল্যান্ড সিরিজে স্পিন সামলাতে পারেনি। আবার অস্ট্রেলিয়ায় গিয়ে বিপাকে পড়েছে পেস সামলাতে। ইংল্যান্ডে সাধারণত গ্রিন টপই থাকে। সেখানে গম্ভীর কি অন্যকিছু চাইছেন?

রেভ স্পোর্টসকে জশ মার্ডেন জানিয়েছেন, অনুশীলনে ভারত ‘ভালো পিচ’ চাইছে। অর্থাৎ যেন বেশি ঘাসও না থাকে, আবার একেবারে পাটাও না হয়। যাতে ম্যাচের জন্য প্রস্তুতি নিতে পারেন। মার্ডেন বলছেন, “গম্ভীর ও তাঁর কোচিং স্টাফরা আমাদের পিচ নিয়ে বার্তা দিয়েছেন। তারা ‘ভালো পিচ’ চেয়েছেন। যে পিচ অনুশীলনে সাহায্য করবে। ওরা এমন পিচ চাইছে যাতে শুধু ব্যাটিং প্র্যাকটিস নয়, সব ধরনের অনুশীলন করা যাবে। আমরাও সেভাবে পিচ বানিয়েছি। এখানকার পিচ সাধারণত ব্যাটিং সহায়ক। ভারত যে পিচে অনুশীলন করছে, তাতে যথেষ্ট ভারসাম্য আছে। পেসাররাও সাহায্য পাবে।”

উল্লেখ্য, ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement