সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে শুভ সূচনা অধিনায়ক শুভমান গিল জমানার। ওয়েস্ট ইন্ডিজকে ২-০ হারিয়ে সিরিজ পকেটে পুরেছে গিলের নেতৃত্বাধীন ভারত। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতের অবস্থান বদলাল না। সিরিজের শুরুতে ক্রমতালিকায় তিন নম্বরে ছিলেন শুভমানরা। দুই ম্যাচ জেতার পরেও ভারত রয়েছে WTC পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানেই।
আহমেদাবাদে আধিপত্য নিয়ে খেলে এক ইনিংস ও ১৪০ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর টিম ইন্ডিয়া পেয়েছে ১২ পয়েন্ট। তারপর দিল্লি টেস্টে সাত উইকেটে জিতেও ১২ পয়েন্ট গিয়েছে ভারতের ঝুলিয়তে। সিরিজ থেকে ভারতের সংগ্রহ মোট ২৪ পয়েন্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে চারটি জয়, দু’টি হার এবং একটি ড্র করে গিলদের ঝুলিতে সব মিলিয়ে মোট ৫২ পয়েন্ট।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতে পয়েন্ট শতাংশে অনেকখানি উন্নতি করেছে টিম ইন্ডিয়া। আহমেদাবাদ টেস্টের পর ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট ছিল ভারতের ঝুলিতে। দিল্লি টেস্টের পর সেটা ৬১.৯ শতাংশে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার জন্য পয়েন্ট শতাংশের বিচারেই সেরা দুই দল যোগ্যতা অর্জন করে। ফলে ক্রমতালিকায় উন্নতি না হলেও অন্যদিকে বেশ কয়েকধাপ এগিয়ে গেলেন শুভমানরা।
বর্তমানে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তিন টেস্টে তিনটিতেই জিতেছে তারা। অজি দলের শতাংশের হার ১০০। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। ভারতের পরে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, বাংলাদেশ। সবক’টা টেস্ট হেরে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ষষ্ঠ স্থানে। নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখনও পর্যন্ত অভিযান শুরু করেনি। আগামী মাসে ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে আসবে প্রোটিয়া বাহিনী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.