Advertisement
Advertisement
Shubman Gill

‘মনে হচ্ছিল ভারতের ২-৩ জন অধিনায়ক’, ‘ব্যক্তিত্বহীন’ গিলকে খোঁচা প্রাক্তন ইংরেজ তারকার

প্রাক্তন ইংরেজ অধিনায়কের কথায়, দুটি সমস্যা যদি ভারত না মেটাতে পারে তাহলে টিম ইন্ডিয়ার জন্য আরও খারাপ ফলাফল অপেক্ষা করে আছে।

India had two to three captains In Leeds, Shubman Gill faces blunt 'aura' Doubt

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:June 25, 2025 6:25 pm
  • Updated:June 25, 2025 6:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেডিংলি টেস্ট হারের পর অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচে শুভমান গিলের পারফরম্যান্স এখন আতস কাচের তলায়। রোহিত-বিরাট উত্তর জমানায় প্রথম ম্যাচে গিলের নেতৃত্ব দেখে ভারতীয়দের মতোই হতাশ প্রাক্তন ইংরেজ অধিনায়ক নাসের হুসেনও। তিনি বলছেন, গিলের মধ্যে রোহিত বা বিরাটের মতো সেই ব্যক্তিত্বটাই নেই।

ইংল্যান্ডে প্রথম টেস্টে যে ভারত এভাবে হারতে পারে, তা বোধহয় প্রথম তিনদিনে কেউ ভাবতেও পারেনি। প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৫০০-র কাছাকাছি রান। দুই ইনিংস মিলিয়ে একটা দলের ৫টি সেঞ্চুরি। শেষ ইনিংসে ৩৭১ রানের টার্গেট। অথচ এত কিছুর পরও টিম ইন্ডিয়া কার্যত অনায়াসে পরাস্ত। এই হারের জন্য বোলারদের নিঃস্পৃহতা, ফিল্ডারদের ব্যর্থতাকে যেমন দায়ী করা যায়, তেমনই অনেকে দায়ী করছেন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বকে। সেই তালিকায় রয়েছেন নাসের হোসেনও।

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক বলছেন, “রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো ব্যক্তিত্ব শুভমান গিলের নেই। আমার মনে হয় ও ইংরেজ ব্যাটারদের অনুসরণ করছিল। আসলে ও সেভাবে সক্রিয় ছিল না। বরং অনেকটা প্রতিক্রিয়াশীল আচরণ করেছে।” নাসেরের বক্তব্য, “বিরাট বা রোহিত যখন অধিনায়কত্ব করতেন তখন বোঝা যেত কে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এই ম্যাচটা দেখে আমার মনে হল ২-৩ জন অধিনায়ক খেলছে।” নাসেরের মনে হয়েছে, ভারত ম্যাচটা হেরেছে কারণ গিলের পুরো ম্যাচটার উপর নিয়ন্ত্রণ ছিল না।

প্রাক্তন ইংরেজ অধিনায়কের কথায়, দুটি সমস্যা যদি ভারত না মেটাতে পারে তাহলে টিম ইন্ডিয়ার জন্য আরও খারাপ ফলাফল অপেক্ষা করে আছে। যেভাবে হেডিংলি টেস্টের দুই ইনিংসেই ভারতের লোয়ার অর্ডার ব্যাটাররা ব্যর্থ হয়েছেন এবং একাধিক ক্যাচ মিস হয়েছে। সেটা না শুধরে নিলে ভুগতে হবে টিম ইন্ডিয়াকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement