সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের পর দিল্লি টেস্টেও কার্যত অসহায় আত্মসমর্পণ ওয়েস্ট ইন্ডিজের। ভারতের রানের পাহাড়ের জবাবে মাত্র ২৪৮ রানে গুটিয়ে গেল ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপ। কুলদীপ যাদবের পাঁচ উইকেটের পাশাপাশি বাকি ভারতীয় বোলারদের দাপটে ২৭০ রানে পিছিয়ে রস্টন চেজরা। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে ফলো অন চাপালেন ভারত অধিনায়ক শুভমান গিল। তবে সিরিজে এই প্রথমবার ২০০ রানের গণ্ডি পেরলেন তেগনারায়ণ চন্দ্রপলরা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ প্রথম দুই দিন ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছিল। যশস্বী জয়সওয়ালের ১৭৫, শুভমান গিলের অপরাজিত ১২৯ রানে ভর করে প্রথম ইনিংসে ৫১৮ রানের পাহাড় গড়ে ভারত। বিরাট রানের পাহাড় খাড়া করার পর ৫ উইকেট হাতে থাকা অবস্থায় ইনিংস ডিক্লেয়ার করে দেন গিল। দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
তৃতীয় দিন সকালে ব্যাট করতে নেমেও যথেষ্ট বিপাকে পড়েন শাই হোপরা। প্রথম ঘণ্টাতেই পরপর চার উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। ১৪০ থেকে ১৭৫ রানের মধ্যে চার ক্যারিবীয় ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন। হোপ ৩৬ রান করলেও হতাশ করেন তেভিন ইমলাখ (২১), জাস্টিন গ্রিভসরা (১৭)। খানিকটা লড়াই করেন খ্যারি পিয়ের (২৩)। তবে দাঁতে দাঁত চেপে ফলো অন বাঁচানোর লড়াই চালিয়ে যান অ্যান্ডারসন ফিলিপ (২৪) এবং জেডন সিলস (১৩)। খ্যারির সঙ্গে এই দুই টেলএন্ডারের জুটিতেই ২৪৮ পর্যন্ত পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজের স্কোর। তবে ২৭০ রানে পিছিয়ে থেকে ফলো অন চাপে চেজদের ঘাড়ে।
পাঁচ উইকেট তুলে নিয়ে এদিন নজর কেড়েছেন কুলদীপ যাদব। দ্বিতীয় দিন অ্যালিক অ্যাথানিজের উইকেট তুলে খাতা খুলেছিলেন তারকা স্পিনার। রবিবার সকাল থেকে পরপর তাঁর ঝুলিতে যায় চার উইকেট। হোপ, ইমলাখ, গ্রিভসকে প্যাভিলিয়নে ফেরান তিনি। ক্রিজ কামড়ে পড়ে থাকা সিলসকে আউট করে ক্যারিবীয় ইনিংসে শেষ পেরেকটা পুঁতে দেন। কুলদীপের পাশাপাশি বল হাতে সফল রবীন্দ্র জাদেজাও। তাঁর ঝুলিতে তিন উইকেট। একটি করেন উইকেট পেয়েছন জশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.