ভারত প্রথম ইনিংস: ৩১৮/২ (যশস্বী ১৭৩*, সুদর্শন ৮৭, ওয়ারিকান ৬০/২)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র আড়াই দিনে দুরমুশ করেছিল ভারত। দ্বিতীয় টেস্টেও কি একই ছবি দেখা যাবে? ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তাই সাততাড়াতাড়ি এই ভবিষ্যদ্বাণী করা না গেলেও দিল্লি টেস্টও যদি আড়াই দিনে শেষ হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রথম দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের শাসন করে ভারত তুলল ২ উইকেটে ৩১৮ রান। সুতরাং বলাই চলে, আরও একবার চালকের আসনে টিম ইন্ডিয়া।
দিল্লিতে ক্যাপ্টেন হিসাবে প্রথমবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শুভমান গিল। শুরুতে অবশ্য দুই ভারতীয় ওপেনার সাবধানী ব্যাটিং করলেন। উইকেটে থিতু হতে একটু বেশিই সময় নিলেন যশস্বী জয়সওয়াল। কিছুটা আগ্রাসী ছিলেন কেএল রাহুল। তবে সেট হয়ে ৫৪ বলে ৩৮ রানে জোমেল ওয়ারিকানের শিকার হয়ে সাজঘরে ফিরলেন। ভারতের রান তখন ৫৮। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ১ উইকেট খুইয়ে ৯৪।
লাঞ্চের পর ধীরে ধীরে খোলস ছেড়ে বেরতে থাকেন যশস্বী। পরপর বাউন্ডারি হাঁকিয়ে স্কোর বোর্ড সচল রাখলেন। অন্যদিকে, নজর ছিল সাই সুদর্শনের দিকেও। ইংল্যান্ডে ততটা সফল হননি। তার পরেও তাঁর উপর আস্থা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কোচ ও অধিনায়কের এই আস্থার দাম রাখলেন তিনি। যেভাবে এগোচ্ছিলেন, মনে হচ্ছিল সেঞ্চুরি করবেন। কিন্তু ওয়ারিকানের যে বলটায় ২৩ বছরের এই ব্যাটার আউট হলেন, তাতে বিশ্বের তাবড় ব্যাটাররাও চমকিত হতেন।
এদিন হাফসেঞ্চুরি করতে ৮২ বল খেলেন যশস্বী। কিন্তু প্রথম সেশনে রাহুলের উইকেট পড়ার পর থেকে খানিকটা দ্রুত গতিতে রান তোলার চেষ্টা শুরু করেন তিনি। মধ্যাহ্নভোজের বিরতির পর বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি পূরণ করেন। তারপর থেকেই চেনা মেজাজে ঝোড়ো ব্যাটিং শুরু যশস্বীর। হাফসেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে মাত্র ৬৩ বল নেন তিনি। জাতীয় দলের জার্সিতে সপ্তম সেঞ্চুরি হাঁকালেন এদিন। বিশ্লেষকদের মতে, ক্রিকেটার হিসাবে কতখানি পরিণত হয়েছেন যশস্বী, এদিনের সেঞ্চুরিই তার প্রমাণ। প্রসঙ্গত, ২০২৩ সালে অ্যাওয়ে সিরিজে ক্যারিবীয় ব্রিগেডের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেছিলেন যশস্বী। ২২৪ বলে দেড়শো করলেন তিনি। দিল্লি টেস্টের প্রথম দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৩১৮ । যশস্বীর (১৭৩) সঙ্গে অপরাজিত রয়েছেন অধিনায়ক গিল (২০)। দ্বিতীয় দিন তেমন কোনও মিরাকল না ঘটলে রানের পাহাড় গড়তে চলেছে ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.