Advertisement
Advertisement

Breaking News

India Pakistan

জট কাটল এশিয়া কাপের! কবে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান?

সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে এই টুর্নামেন্ট শুরু হতে পারে।

India Pakistan clash likely on Asia Cup on 7th September

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 10, 2025 12:44 am
  • Updated:July 10, 2025 12:44 am  

সন্দীপন বন্দ্যোপাধ্যায়, লন্ডন: ভারত বনাম পাকিস্তানের সীমান্ত সংঘর্ষের পর এশিয়া কাপ নিয়েও প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছিল। কারণ ভারত আদৌ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে কি না, সেটা অবশ‌্যই বড় প্রশ্নের ছিল। ভারতীয় দল এশিয়া কাপে না খেললে টুর্নামেন্টের ভবিষ‌্যৎ অনিশ্চিত হয়ে যাবে, সেটা পরিষ্কার। তবে এশিয়া কাপ নিয়ে সংশয়ের মেঘ কিছুটা হলেও কাটছে। 

Advertisement

আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে এই টুর্নামেন্ট শুরু হতে পারে। সূচি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। যা শোনা যাচ্ছে, ৭ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের মেগা ক্রিকেটীয় যুদ্ধ দেখতে পারে ক্রিকেটবিশ্ব। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। পুরোটাই আলোচনার স্তরে রয়েছে। এখানে বলে রাখা ভালো আগামী ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক রয়েছে। সেই বৈঠক নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওই  নির্দিষ্ট দিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হবে কি না, সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না। সূত্রের খবর, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে এশিয়া কাপ হওয়ার সম্ভবনা বেশ ভালোরকমই রয়েছে। যদি শেষপর্যন্ত এশিয়া কাপ বাতিল হয়ে যায়, তার বিকল্প ভেবে রাখা হচ্ছে। এশিয়া কাপের ওই উইন্ডোতে একটা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করা হবে।

এর বাইরে আরও একটা খবর রয়েছে। আগস্টে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় টিমের। কিন্তু ভারতীয় বোর্ডের তরফে সেই সফর স্থগিত করা হয়েছে। বাংলাদেশে ওয়ান ডে আর টি-টোয়েন্টি সিরিজ ছিল। এখন ওই সিরিজের পরিবর্তে অন‌্য কোনও দেশের সঙ্গে সিরিজের কথা ভাবা হচ্ছে। বেশ কয়েকটা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা চালাচ্ছে বিসিসিআই। এটাও শোনা গেল, শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে কথাবার্তা নাকি অনেক দূর এগিয়েছে। কারণ আগস্টে শ্রীলঙ্কা ছাড়া অন‌্য কোথাও খুব একটা সিরিজ হয় না। সেখানে টিম ইন্ডিয়া তিনটে টি-টোয়েন্টি ও তিনটে ওয়ান ডে খেলতে পারে। আগামী কিছুদিনের মধ্যেই হয়তো সব ব‌্যাপারগুলো পরিষ্কার হয়ে যাবে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement