Advertisement
Advertisement
Asia Cup

এশিয়া কাপের সুপার ফোরে ভারত, অন্ধকার পাকিস্তানের ভবিষ্যৎ, পরের পর্বে যাওয়ার দৌড়ে ৪ দল

সুপার ফোরে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কাও।

India qualifies, tough equation for Asia Cup super 4 qualification

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 16, 2025 11:50 am
  • Updated:September 16, 2025 11:50 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তিম পর্বে এসে গিয়েছে এশিয়া কাপের গ্রুপ পর্ব। ইতিমধ্যেই সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত। গ্রুপ ‘বি’ থেকে সুপার ফোরে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কাও। তবে সুপার ফোর পর্যায়ে বাকি কোন দুই দল যাবে, সেই নিয়ে এখনও টানটান উত্তেজনা রয়েছে। দু’টি জায়গার জন্য লড়াই চলছে চারটি দলের মধ্যে-পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে।

Advertisement

সোমবার হংকংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। অর্ধশতরান করে লঙ্কাব্রিগেডকে জেতান পাথুম নিশঙ্কা। সোমবার আগে ব্যাট করে ৪ উইকেটে ১৪৯ তুলেছিল হংকং। ৬ উইকেটে সেই রান তুলে শ্রীলঙ্কা ম্যাচ জিতে যায়। তবে অপ্রত্যাশিতভাবে এই ম্যাচে দুরন্ত পারফর্ম করে হংকং। ঘূর্ণি পিচে শ্রীলঙ্কার স্পিনারদের বিরুদ্ধে যথেষ্ট আগ্রাসী ব্যাটিং করেছে তারা। পরে বল করতে নেমে পরপর চারটি উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেয় হংকং। তবে শেষ পর্যন্ত হারের হ্যাটট্রিক করে এবারের মতো হংকংয়ের এশিয়া কাপ অভিযান শেষ। টানা দুই ম্যাচ জিতে সুপার ফোরে কার্যত নিশ্চিত শ্রীলঙ্কা।

অন্যদিকে, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও অঙ্কের বিচারে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা ছিল ভারতের। যদি সোমবারে ম্যাচে ওমান জিতে যেত এবং শুক্রবার ওমানের কাছে বড় ব্যবধানে হারলে সূর্যকুমার যাদবদের পক্ষে সুপার ফোরের রাস্তা কঠিন হয়ে যেত। কিন্তু সোমবার ওমান হারার ফলে সুপার ফোরে সরাসরি চলে গিয়েছে ভারত।

সুপার ফোরের বাকি দু’টি জায়গার জন্য লড়াই চালাচ্ছে চারটি দল। ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সুপার ফোরে যাওয়ার দাবিদার পাকিস্তান এবং আমিরশাহী, দুই দলের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট। এই দুই দলের মধ্যে যে জিতবে, তারাই সুপার ফোরে যাবে। কিন্তু পাকিস্তান যদি ম্যাচ বয়কট করে তাহলে হাসতে হাসতে সুপার ফোরে উঠে যাবে আমিরশাহী। অন্যদিকে ‘বি’ গ্রুপে মঙ্গলবার কার্যত নকআউট ম্যাচ বাংলাদেশের জন্য। আফগানিস্তানের বিরুদ্ধে জিততে না পারলে এবারের মতো তাদের এশিয়া কাপের অভিযান শেষ। তবে আফগানিস্তান মঙ্গলবার হারলেও তাদের সামনে সুযোগ থাকবে, বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেওয়ার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ