Advertisement
Advertisement
India Pakistan

শিখর-যুবরাজদের জেদ অব্যাহত, সেমিফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না ভারত!

এশিয়া কাপের উলটো সুর লেজেন্ডস লিগে।

India reportedly refused to play against Pakistan in Legends League
Published by: Anwesha Adhikary
  • Posted:July 30, 2025 4:57 pm
  • Updated:July 30, 2025 4:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে আবারও খেলতে অস্বীকার করল ভারত! সূত্রের খবর, সেমিফাইনাল ম্যাচ হলেও পাক ব্রিগেডের বিরুদ্ধে কিছুতেই খেলতে চায় না শিখর ধাওয়ানের দল। ফলে প্রশ্ন উঠছে, এই ম্যাচ যদি শেষ পর্যন্ত বাতিল হয় তাহলে কী হবে?

Advertisement

লেজেন্ডস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারান যুবরাজ সিংরা। হাফসেঞ্চুরি করে ও ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা স্টুয়ার্ট বিনি। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভোরা রান না পেলেও কায়রন পোলার্ড ৭৪ রান করেন। অন্যদিকে অস্ট্রেলিয়াকে ১০ উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পাকিস্তান। সূচি অনুযায়ী সেমিফাইনালে ভারত-পাক দ্বৈরথ হওয়ার কথা ৩১ জুলাই, অর্থাৎ আগামিকাল। সেই লাইন আপ নিশ্চিত হওয়ার পরেই লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়িয়েছে অন্যতম স্পনসর ইজমাইট্রিপ।

সংস্থার তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, ক্রিকেট এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। তাই ইজমাইট্রিপ ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে যুক্ত থাকবে না। কিছু বিষয় খেলাধুলোর ঊর্ধ্বে। আগে দেশ, তারপর ব্যবসা। ইজমাইট্রিপ সরে দাঁড়ানোর পরেই খবর ছড়ায়, সেমিফাইনাল হলেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নারাজ ভারতীয় দল। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স অর্থাৎ অবসরপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটারদের দল বার্মিংহ্যামে বিশ্ব লেজেন্ডস লিগের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না।

ভারতীয় দল যে এমন অবস্থান নিতে পারে, সেরকম ইঙ্গিত মিলেছিল আগেই। দিনকয়েক আগে লন্ডনে এক সাংবাদিক শিখরকে প্রশ্ন করেন, যদি সেমিফাইনাল বা ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হয় তাহলে কী করবেন? গব্বর সাফ জবাব দেন, “আপনি ভুল সময়ে এই প্রশ্নটা করেছেন। এটা করা উচিত হয়নি। আমি আগেও খেলিনি, পরেও খেলব না।” তবে এখনও এই বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পরও এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই বিষয়টি মাথায় রেখে কি শেষ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন যুবরাজ সিংরা?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ