Advertisement
Advertisement
IND VS WI

রানের পাহাড়ে ভারত, শেষ বেলায় পরপর উইকেট খুইয়ে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ

জাদেজার ঘূর্ণিতে থরহরিকম্প ক্যারিবিয়ানরা।

India scores big, West Indies in trouble after losing wickets in the final over
Published by: Prasenjit Dutta
  • Posted:October 11, 2025 4:35 pm
  • Updated:October 11, 2025 5:21 pm   

ভারত: ৫১৮/৫ ডিক্লেয়ার (যশস্বী ১৭৫, শুভমান ১২৯*, ওয়ারিকান ৯৮/৩)
ওয়েস্ট ইন্ডিজ: ১৪০/৪ (আথানাজে ৪১, চন্দ্রপল ৩৪, জাদেজা ৩৭/৩)
দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ৩৭৮ রানে।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশস্বী জয়সওয়ালের ১৭৫, শুভমান গিলের অপরাজিত ১২৯ রানে ভর করে প্রথম ইনিংসে রানের ৫১৮ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে খারাপ খেলছিল না ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষবেলায় খেই হারিয়ে বিপাকে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১৪০। 

গিল যখন সেঞ্চুরি করেন তখন ভারতের রান ছিল ৪ উইকেট হারিয়ে ৪৮৫। তারপর দ্রুত রান তুলে ৫০০ পার করে দেয় গিল ও ধ্রুব জুরেলের জুটি। শেষ পর্যন্ত ৪৪ রানে জুরেল আউট হতেই ৫১৮ রানে ডিক্লেয়ার ঘোষণা করে ভারত। জবাবে সাবধানী শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার জন ক্যাম্পবেল এবং তেগনারিন চন্দ্রপল। মহম্মদ সিরাজ কিংবা জশপ্রীত বুমরাহ শুরুতে সাফল্য এনে দিতে পারেননি। সপ্তম ওভারে অধিনায়ক গিল বল তুলে দিলেন রবীন্দ্র জাদেজাকে। তাঁর বলেই ১০ রানে আউট হন ক্যাম্পবেল। ফরওয়ার্ড শর্ট লেগে দুরন্ত ক্যাচ নিলেন সুদর্শন। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ২১।

অ্যালিক আথানাজেকে সঙ্গে করে তেগনারিন কিছুটা ম্যাচে ফেরান ওয়েস্ট ইন্ডিজকে। তাঁদের ৬৬ রানের জুটি ভাঙেন জাদেজা। তেগনারিনকে ৩৪ রানে সাজঘরে ফিরলেন। ওয়েস্ট ইন্ডিজ তখন ৮৭/২। পাঁচ ওভার পরেই, ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩২.১ ওভারে অ্যাথানাজেকে ৪১ রানে আউট করেন কুলদীপ। এর ঠিক পরের ওভারে ফের উইকেট নেন জাদেজা। রানের খাতা না খুলেই ফিরে গেলেন ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজ। এরপর আর কোনও উইকেট পড়েনি। দ্বিতীয় দিনের শেষে অপরাজিত থাকলেন শাই হোপ (৩১) এবং ইমলাচ (১৪)। জাডেজার শিকার ৩ উইকেট, কুলদীপ পান ১টি। 

দ্বিতীয় দিন ২ উইকেটে ৩১৮ রান নিয়ে খেলা শুরু করে ভারত। শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম কিছুটা ভরে উঠেছিল। শুরুতেই তাঁরা কিছুটা নিরাশ হলেন বটে। গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন যশস্বী। ডবল সেঞ্চুরি থেকে ২৫ রান দূরে থামল ভারতীয় ওপেনারের ইনিংস। এরপর নীতীশ কুমার রেড্ডিকে নিয়ে জুটিতে ৯১ রান তোলেন ক্যাপ্টেন গিল। তবে ওয়ারিকানের বল তুলে মারতে গিয়ে ৪৩ রানে আউট হন নীতীশ। এরপর অবশ্য দমানো যায়নি গিলকে। কেরিয়ারের দশম টেস্ট সেঞ্চুরিটা তুলে নিলেন তিনি। অন্যদিকে, উইকেটরক্ষক ধ্রুব জুরেলও ভরসা জোগালেন। গত ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। আর দিল্লি টেস্টে তাঁর নামের পাশে ৪৪ রান। পন্থের অনুপস্থিতিতে জুরেল কিন্তু বেশ ভালো খেলছেন। তিনি আউট হতেই ৫১৮ রানে ডিক্লেয়ার ঘোষণা করেন শুভমান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৪০/৪। দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ৩৭৮ রানে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ