ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি-রোহিত শর্মাকে ফের আন্তর্জাতিক ক্রিকেটে কবে দেখা যাবে? সেই অপেক্ষা ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে ভক্তদের মধ্যে। তবে ইংল্যান্ড সফরের পর রো-কো নিয়ে খানিকটা দুঃসংবাদই পেলেন ভারতীয় সমর্থক। সূত্রের খবর, এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল মেন ইন ব্লুর। কিন্তু সেই সফরও সম্ভবত বাতিল হচ্ছে।
আসলে আগস্টে সাদা বলের সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-বাংলাদেশের। বাংলাদেশের মাটিতে সিরিজটি আদৌ হবে কিনা, তা নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনা সত্যি করে ইতিমধ্যেই আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে সিরিজটি। পরিবর্তে শোনা যায়, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে টিম ইন্ডিয়া। কিন্তু সেই সফরটিও বাতিল করা হয়েছে। অর্থাৎ এরপরে সোজা এশিয়া কাপে খেলতে দেখা যাবে টিম ইন্ডিয়াকে।
শ্রীলঙ্কা সফরে গেলে তিনটি ওয়ানডে খেলত ভারত। সেখানেই কামব্যাক হত রো-কো জুটির। কিন্তু বাংলাদেশ সফরের পর শ্রীলঙ্কা সফরও বাতিল হয়ে গেল। ফলে আপাতত মাসদুয়েকের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দেখা যাবে না ভারতীয় ক্রিকেটের দুই মহারথীকে। এশিয়া কাপ যেহেতু টি-২০ ফরম্যাটে খেলা হবে, তাই রো-কো সেখানে নেই। চলতি বছর অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া ওই সিরিজেই রো-কোর কামব্যাক।
কিন্তু শ্রীলঙ্কা সফর বাতিল হল কেন? সূত্র মারফত জানা গিয়েছে, ইংল্যান্ডে পাঁচটি টেস্ট খেলার পর বিশ্রাম দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। সেই অনুরোধ মেনেই আর কোনও সিরিজ রাখেনি বিসিসিআই। কারণ এশিয়া কাপের পর থেকেই টানা একাধিক সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই কথা মাথায় রেখেই ক্রিকেটারদের আপাতত বিশ্রাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.