সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সাবধানী ব্যাটিং ভারতের। আহমেদাবাদ টেস্টে ক্যারিবিয়ান ব্রিগেডকে চুরমার করে দিয়েছিলেন কে এল রাহুলরা। তবে শুক্রবার দিল্লিতে প্রথমে ব্যাট করতে নেমে বেশ ধীর গতিতে ইনিংস শুরু করলেন ভারতীয় ব্যাটাররা। তবে গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো রাহুল এদিন ৩৮ রানে আউট হয়ে গেলেন। ভালো ছন্দে ব্যাট করছেন আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে একতরফা দাপট দেখিয়েছিল ভারত। তিনজন ভারতীয় ব্যাটার সেঞ্চুরি করেছিলেন। মাত্র আড়াই দিনেই ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লু। আহমেদাবাদের সেই ছবিই দিল্লিতে ফেরাতে চায় ভারত, এমনটাই সাফ জানিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। প্রথমে ব্যাট করে বড় রান তুলে বিপক্ষকে চাপে ফেলার স্ট্র্যাটেজি নিয়ে এদিন মাঠে নামে টিম ইন্ডিয়া। দিল্লির পিচ নিয়ে বেশ সন্তুষ্ট ছিলেন অধিনায়ক নিজেই।
কিন্তু এদিন ইনিংসের শুরুতে বেশ সাবধানী ছিলেন দুই ওপেনার যশস্বী এবং রাহুল। ক্যারিবীয় বোলিংয়ের বিরুদ্ধে যদিও অস্বস্তিতে পড়তে দেখা যায়নি তাঁদের। তবুও রান তোলার গতি বেশ মন্থর ছিল। আহমেদাবাদে সেঞ্চুরি এসেছিল রাহুলের ব্যাট থেকে। এদিন অরুণ জেটলি স্টেডিয়ামে বেশ আগ্রাসী মেজাজে ছিলেন তিনি। পাঁচটি বাউন্ডারি মারেন। সেশনের একমাত্র ছক্কাও আসে তাঁর ব্যাট থেকেই। তবে ৫৪ বলে ৩৮ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরেন।
রাহুলের উইকেট পড়ার পর থেকে খানিকটা দ্রুত গতিতে রান তোলার চেষ্টা শুরু করেন যশস্বী। সাতটি বাউন্ডারি মেরে ৪০ রানে অপরাজিত রয়েছেন তিনি। সঙ্গী সাই সুদর্শন ব্যাট করছেন ১৬রানে। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর এক উইকেট খুইয়ে ৯৪। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন জোমেল ওয়ারিকান। তবে সাবধানী ভঙ্গিতে শুরু করলেও দিল্লি টেস্টে ধীরে ধীরে রানের গতি বাড়াচ্ছেন ভারতীয় ব্যাটাররা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.