Advertisement
Advertisement
Asia Cup 2025

নিয়মরক্ষার ম্যাচে প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা, ফিল্ডিং রোগ সারাতে পারবে ভারত?

চলতি এশিয়া কাপে সবচেয়ে বেশিবার ক্যাচ মিস করেছেন অভিষেক শর্মারা।

India to face Sri Lanka in dead rubber of Asia Cup 2025

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 26, 2025 11:23 am
  • Updated:September 26, 2025 11:23 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাক দ্বৈরথ। সেই হাইভোল্টেজ ম্যাচের আগে শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচেই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবেন সূর্যকুমার যাদবরা। ফলে প্রথম একাদশে একঝাঁক বদল দেখা যেতে পারে। পরিবর্তন হতে পারে ব্যাটিং অর্ডারেও। মূলত গোটা টুর্নামেন্ট যারা মাঠে নামার সুযোগ পাননি, তাঁরা এদিন ম্যাচ প্র্যাকটিস পেতে পারেন।

Advertisement

‘প্র্যাকটিস ম্যাচে’ শ্রীলঙ্কার বিরুদ্ধে অবশ্যই জশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। চলতি সপ্তাহে ইতিমধ্যেই সুপার ফোরের দু’টি ম্যাচে খেলেছেন তিনি। পরশু ফাইনালে নামার আগে যতটা সম্ভব বিশ্রাম দেওয়া হতে পারে তারকা পেসারকে। গ্রুপ পর্বেও ওমানের বিরুদ্ধে বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তাঁর পরিবর্তে খেলানো হয় অর্শদীপ সিংকে। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও একই ছবি দেখা যেতে পারে। টানা ম্যাচ খেলে যাওয়া হার্দিক পাণ্ডিয়াকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে হর্ষিত রানাকে।

ভারতীয় দলের ব্যাটারদের মধ্যে সকলের ফর্ম ভালো নয়। সঞ্জু স্যামসন, অধিনায়ক সূর্যকুমার যাদব মোটেই রান পাননি। এদিন তাঁরা ব্যাটিং অর্ডারে উপরের দিকে আসতে পারেন। দুই ওপেনারের মধ্যে কাউকে বিশ্রাম দিয়ে তার পরিবর্তে সঞ্জুকে দিয়ে ওপেন করানো হতে পারে। একটাও ম্যাচে সুযোগ না পাওয়া রিঙ্কু সিংও এদিন প্রথম একাদশে থাকতে পারেন। তবে জিতেশ শর্মার খেলার সম্ভাবনা ক্ষীণ। স্পিনারদের মধ্যে অবশ্য কেউই বিশ্রাম পাবেন না সম্ভবত।

চলতি এশিয়া কাপে এখনও একটাও ম্যাচ হারেনি ভারত। দুরন্ত ফর্মে রয়েছেন ব্যাটার-বোলাররা। কিন্তু দুশ্চিন্তার মেঘ ঘনাচ্ছে ফিল্ডিং নিয়ে। চলতি এশিয়া কাপে সবচেয়ে বেশিবার ক্যাচ মিস করেছেন অভিষেক শর্মারা। পরিসংখ্যান বলছে, চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত ১২টি ক্যাচ ছেড়েছে ভারত। গত রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচে চারটি ক্যাচ ভারতীয় ফিল্ডারদের হাতছাড়া হয়। বুধবার বাংলাদেশ ম্যাচে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। ফলে শ্রীলঙ্কা ম্যাচে ফিল্ডিং রোগের দাওয়াই খুঁজতে চাইবে মেন ইন ব্লু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ