Advertisement
Advertisement
Vaibhav Suryavanshi

ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া সফরেও বৈভব, অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়ক কে?

কবে থেকে শুরু সিরিজ?

India U19 squad for tour of Australia announced, Vaibhav Suryavanshi got the opportunity
Published by: Prasenjit Dutta
  • Posted:July 31, 2025 4:13 pm
  • Updated:July 31, 2025 4:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে বৈভব সূর্যবংশী ছিল উজ্জ্বল। এবার লক্ষ্য অস্ট্রেলিয়া। সেপ্টেম্বর-অক্টোবরে রয়েছে অস্ট্রেলিয়া সফর। তার আগে অনূর্ধ্ব-১৯ দল দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানে সুযোগ পেয়েছে বৈভব।

Advertisement

অজিভূমে যুব দলের সঙ্গে তিনটি ওয়ানডে এবং দু’টো চার দিনের ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। প্রথম ওয়ানডে ২১ সেপ্টেম্বর। সিরিজের তিনটি একদিনের ম্যাচই ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে রয়েছে যথাক্রমে ২৪ এবং ২৬ সেপ্টেম্বর। পাশাপাশি দু’টি চার দিনের ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর, ইয়ান হিলি ওভালে। দ্বিতীয় চার দিনের ম্যাচ ৭-১০ অক্টোবর, ম্যাকেয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায়।

দলের অধিনায়ক রেখে দেওয়া হয়েছে আয়ুষ মাত্রেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে বেসরকারি টেস্টে রান পেয়েছেন ১৮ বছর বয়সি এই ক্রিকেটার। চার টেস্টে তাঁর সংগ্রহ ৩৪০ রান। এর মধ্যে দু’টি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি রয়েছে। দলের সহ-অধিনায়ক বিহান মালহোত্রা।

অন্যদিকে, লাল বলের ক্রিকেটে সেভাবে রান না পেলেও ওয়ানডে’তে তুরীয় মেজাজে ছিল বৈভব। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তৈরি করেছে বিশ্বরেকর্ড। তরুণদের ওয়ানডেতে পাকিস্তানের কামরান গুলামের ৫৩ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছে ভারতের এই ‘বিস্ময় বালক’। সব মিলিয়ে পাঁচটি ওয়ানডে’তে ৩৫৫ রান এসেছিল তার ব্যাট থেকে। ২০২৪ সালে চেন্নাইয়ে যুব টেস্টে ৫৮ বলে সেঞ্চুরি করেছিল বৈভব। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়াই। তার লক্ষ্য থাকবে, অস্ট্রেলিয়ায় লাল বলের ক্রিকেটে নিজের দক্ষতা প্রমাণ করা।

ভারতের অনূর্ধ্ব-১৯ দল
আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিং (উইকেটরক্ষক),  আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, নমন পুষ্পক, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষাণ কুমার, আনোয়ান প্যাটেল, কিষান কুমার, আনোয়ান কুমার, ডি. চৌহান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ