সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম টস হেরেছিলেন। ওয়ানডে অধিনায়ক হিসাবেও প্রথম ম্যাচে টস হারলেন ভারত অধিনায়ক শুভমান গিল। ওয়ানডে ক্রিকেটে এই নিয়ে পরপর ১৬টি টস হারল ভারত। শেষবার ২০২৩ বিশ্বকাপের ফাইনালে টস জেতে টিম ইন্ডিয়া। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এমনিতেই পারথে পেসাররা সাহায্য পেয়ে থাকেন, তার উপর মেঘলা আকাশ, রীতিমতো কঠিন পরিস্থিতিতে প্রত্যাবর্তন করতে হবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে।
দীর্ঘ আটমাস বাদে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হল রোহিত শর্মা এবং বিরাট কোহলির। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ তম ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মা। অধিনায়কত্ব হারানোর পর এটাই তাঁর প্রথম ম্যাচ। বিরাটও চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথম মাঠে নামছেন। রো-কোর প্রত্যাবর্তনের পাশাপাশি এই ম্যাচ দিয়েই ভারতের ওয়ানডে দলে শুভমান গিল জমানাও শুরু হচ্ছে। আর গিল জমানায় প্রথম ম্যাচেই অভিষেক হচ্ছে অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির।
এর বাইরে খবর বলতে ভারতীয় দল এদিন ৩ পেসার এবং ৩ অলরাউন্ডার নিয়ে নামছে। ৩ পেসারের মধ্যে বহু চর্চিত নাম হর্ষিত রানাও রয়েছেন। ওয়ানডে দলে প্রত্যাবর্তন হচ্ছে অর্শদীপ সিংয়ের। ভারত কোনও বিশেষজ্ঞ স্পিনার পারথের পিচে খেলাচ্ছে না। অর্থাৎ কুলদীপ যাদবকে ফের বেঞ্চে বসতে হল।
ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ:
ট্রাভিস হেড, মিচেল মার্শ, ম্যাথু শর্ট, যশ ফিলিপ, ম্যাট রেনেশ’, কুপার কোনোলি, মিচেল আওয়েন, মিচেল স্টার্ক, নাথান এলিস, যশ হ্যাজেলউড, ম্যাথু কুনেম্যান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.