সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া মানেই ভয়ংকর। আইসিসি টুর্নামেন্টের নকআউটে অস্ট্রেলিয়া মানেই অপরাজেয়। এই মিথ আর যা-ই হোক চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সত্যি নয়। অন্তত পরিসংখ্যান সে কথাই বলছে। হিসাব বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফির নক-আউট পর্বে কোনওকালেই ভারতকে হারাতে পারেনি অজিরা।
মঙ্গলবারের সেমিফাইনাল ধরলে এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে মোট পাঁচবার। এর মধ্যে ৩ বারই জিতেছে টিম ইন্ডিয়া। মাত্র একবার জিতেছে অজিরা। একটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়। আর এক সময় মিনি বিশ্বকাপ হিসাবে পরিচিত এই টুর্নামেন্টের নকআউটে ৩ ম্যাচের ৩টিই জিতেছে ভারতীয় দল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়া সব ম্যাচের ফলাফল:
১৯৯৮ সালে ঢাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ার্টার ফাইনাল। ভারত ৪৪ রানে জয়ী।
২০০০ সালে নাইরোবিতে চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ার্টার ফাইনাল। ভারত ২০ রানে জয়ী।
২০০৬ সালে মোহালিতে গ্রুপ পর্বের ম্যাচ। অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
২০০৯ সালে সেঞ্চুরিয়নে গ্রুপ পর্বের ম্যাচ। বৃষ্টির জন্য ম্যাচ শেষ অমীমাংসিত ভাবে।
২০২৫ সালে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। ভারত ৪ উইকেটে জয়ী।
আসলে সার্বিকভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে সফল দল ভারত। এ পর্যন্ত ৯ বার এই টুর্নামেন্ট আয়োজন করেছে আইসিসি। এর মধ্যে পাঁচবারই ফাইনালে উঠেছে ভারত। ২০০২ (যুগ্মভাবে) এবং ২০১৩ দুবার খেতাব ঢুকেছে টিম ইন্ডিয়ার ঝুলিতে। এবার তৃতীয় খেতাবের অপেক্ষায় রোহিতরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.