সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজ তাঁদের দু’জনের জন্যই অগ্নিপরীক্ষা। বলা ভালো কেরিয়ার বাঁচানোর লড়াই। আর সেই লড়াইয়ের প্রথম ধাপে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় ক্রিকেটের দুই মহারথী বিরাট কোহলি এবং রোহিত শর্মা। পারথে প্রথম ম্যাচে রোহিত করলেন ৮ রান। আর বিরাট খাতাও খুলতে পারলেন না।
একজন সদ্য ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন। আর একজন ধীরে ধীরে হারাচ্ছেন ভারতীয় ক্রিকেটের ‘পোস্টার বয়ে’র তকমা।দীর্ঘদিন বাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই মাঠে ফিরলেন টিম ইন্ডিয়ার দুই মহারথী। আর মাঠে যখন ফিরলেন দুজনের কেরিয়ারের সামনেই বড়সড় প্রশ্নচিহ্ন। ‘রো-কো’ ভক্তরা হয়তো আশায় বুক বেঁধে বসেছিলেন, মাঠে নেমেই সব প্রশ্নের জবাব দিয়ে দেবেন দুই মহানায়ক। যে নির্বাচক বা কোচ তাঁদের ফর্ম নিয়ে, তাঁদের যোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন, তাঁদের সপাটে জবাব দিয়ে দেবেন। কিন্তু ভাবনা আর বাস্তবের বিস্তর ফারাক। তাছাড়া কামব্যাকের গল্প সবসময় রোম্যান্টিক হয় না। যেমনটা হল না রোহিত-কোহলির জন্যও।
বাস্তবের রুক্ষ মাটিতে আছড়ে পড়ল তাঁদের স্বপ্নের প্রত্যাবর্তনের আশা। রোহিত শর্মা শুরুর কয়েকটা বল সাবধানেই খেলেছিলেন। কিন্তু চতুর্থ ওভারে জশ হ্যাজেলউডদের বলের বাউন্সটা আন্দাজ করতে পারলেন না। বল কানায় লেগে চলে গেল স্লিপে। ততক্ষণে এক বাউন্ডারি মেরে মোটে আট রান করেছেন তিনি। আর বিরাট যেন শুরু থেকেই প্রবল চাপে ছিলেন। ব্যাটে বল ছোঁয়ানোটাও তাঁর জন্য চ্যালেঞ্জিং মনে হচ্ছিল। শেষে মরিয়া হয়ে স্টার্কের একটা অফ স্ট্যাম্পের বাইরের বল শূন্যে কাট করার চেষ্টা করতে গিয়ে পয়েন্টের হাতে ধরা পড়লেন।
আসলে পারথের পরিস্থিতি মোটেই ব্যাটিংয়ের অনুকূল ছিল না। অপ্টাস স্টেডিয়ামে পেসাররা এমনিই সাহায্য পান। তার উপর আবার মেঘলা আকাশ। হ্যাজেলউড-স্টার্কদের সামলাতে পারলেন না দুই মহারথী। সুইংয়ের বিরুদ্ধে পুরনো রোগ মাথাচাড়া দিল। রো-কোর এই ব্যর্থতা তাঁদের কেরিয়ারের উপর প্রশ্নচিহ্নটা আরও বড় করে দিল। চিন্তা বাড়াল ভক্তদেরও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.