Advertisement
Advertisement
Asia Cup 2025

একতরফা দাপট! এশিয়া কাপের দ্বৈরথে বাংলাদেশের থেকে কত এগিয়ে ভারত? রইল পরিসংখ্যান

দুই ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচ হয়েছে ১৫টি।

India vs Bangladesh Head to Head stat in Asia Cup
Published by: Arpan Das
  • Posted:September 24, 2025 10:06 am
  • Updated:September 24, 2025 10:06 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। যে দল জিতবে, তারাই কার্যত ফাইনালে চলে যাবে। ধারেভারে অনেকটাই এগিয়ে সূর্যকুমাররা। তাবলে টাইগারদের তরফ থেকে তর্জন গর্জনের অভাব নেই। যদিও অতীত পরিসংখ্যান টিম ইন্ডিয়ার হয়েই কথা বলছে।

Advertisement

এখনও পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ১৭টি টি-টোয়েন্টি খেলেছে ভারত। তার মধ্যে ১৬টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। শেষবার দুই দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল গতবছর হায়দরাবাদে। সেই ম্যাচে সঞ্জু স্যামসনের দাপটে ১৩৩ রানে জিতেছিল ভারত। অন্যদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচ হয়েছে ১৫টি। সেখানে ভারত জিতেছে ১৩টি। বাংলাদেশ দুটিতে। 

বাংলাদেশের জন্য একমাত্র আশার আলো হতে পারে গতবারের এশিয়া কাপের ফলাফল। ২০২৩-এ ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে রোহিত শর্মারা ৬ রানে হেরেছিল। সেই ম্যাচের সেরা হয়েছিলেন শাকিব আল হাসান। ভারত অবশ্য তার আগেই ফাইনালে উঠে গিয়েছিল। ২০১৮-তে দু’বার মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। প্রথমটি ৩ উইকেট ও পরেরটি ৭ উইকেটে জিতেছিল ভারত। তার আগে ২০১৬ সালের প্রথম মোকাবিলায় ভারত জেতে ৪৫ রানে। দ্বিতীয়টি ৮ উইকেটে।

যদিও বাংলাদেশ যে তথ্য পরিসংখ্যান নিয়ে ভাবছে না, তা আগেই জানিয়ে দিয়েছে। সাংবাদিক সম্মেলনে বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান বলেছেন, “প্রথম থেকেই আমরা মাথা ঠান্ডা রাখতে চেয়েছি। আমরা বেশি কিছু ভাবতে চাই না। আমাদের শরীরী ভাষাও সেরকম রাখতে চাই। আমরা শুধু ঠান্ডা মাথায় ক্রিকেট ম্যাচ খেলতে চাই। তাতে প্রতিপক্ষ ভারত হোক বা অস্ট্রেলিয়া, সেটা আমাদের মাথাব্যথা নয়।” তবে গিল-অভিষেকের সামনে পড়লে কী পরিণতি হয়, সেটা তো সময়ই বলবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ