সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচটা টিম ইন্ডিয়ার কাছে মরণবাঁচনের। জিততেই হবে। ড্র হলে চলবে না। জিততে না পারলে বিলেতের মাঠ থেকে সিরিজ হেরে ফিরতে হবে। কিন্তু সেই ম্যাচেই বৃষ্টির ভ্রকুটি। তার জেরে নির্দিষ্ট সময়ে টস করতে পারলেন না শুভমান গিলরা। তবে কয়েকমিনিটের মধ্যেই মাঠে নামলেন দুই দলের অধিনায়ক। আবারও টস হারলেন শুভমান। চলতি সিরিজে একবারও টস জিততে পারেননি তিনি। টসে জিতে বল করবে ইংল্যান্ড।
অর্শদীপ সিংকে নিয়ে প্রত্যাশা থাকলেও এই সিরিজে তাঁর অভিষেক হল না। ওভালে টস হারের পর শুভমান জানালেন, চারটি বদল করেছেন ভারতীয় দলে। ঋষভ পন্থের পরিবর্তে ধ্রুব জুরেল খেলবেন সেটা প্রত্যাশিতই ছিল। কিন্তু সকলকে অবাক করে শার্দূল ঠাকুরের পরিবর্তে এদিন করুণ নায়ারকে খেলাচ্ছে ভারত। ওয়ার্কলোডের কারণে এই টেস্ট জশপ্রীত বুমরাহর না খেলাও প্রত্যাশিতই ছিল। তাঁর পরিবর্তে অর্শদীপের অভিষেক হতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত বুমরাহর পরিবর্ত হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণর উপর ভরসা রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এছাড়াও অংশুল কম্বোজের পরিবর্তে আকাশ দীপকে ফেরানো হল ওভালে।
অন্যদিকে, ম্যাঞ্চেস্টারে ব্যাট করতে গিয়ে চোট পেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। তবে চোট নিয়েই তিনি সেঞ্চুরি হাঁকান। তবে কেবল শতরান করাই নয়, বল হাতেও দুরন্ত পারফর্ম করেন বেন স্টোকস। তবে শেষ টেস্টে খেলতে পারছেন না তিনি। তাঁর পরিবর্তে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন অলি পোপ। এছাড়াও জোফ্রা আর্চার, লিয়াম ডসন এবং ব্রাইডন কার্স বাদ পড়েছেন চতুর্থ টেস্টের দল থেকে। চারজন বদলি হিসাবে ইংল্যান্ডের প্রথম একাদশে এসেছেন জেকব বেথেল, গাস অ্যাটকিনসন, জেমি অভারটন, জশ টাং।
ভারত প্রথম একাদশ: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ।
ইংল্যান্ড প্রথম একাদশ: অলি পোপ (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি অভারটন, জশ টাং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.