ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডস টেস্টের শেষ দুদিনের উত্তেজনার আঁচ ম্যাঞ্চেস্টারেও। চতুর্থ টেস্টে নামার আগেই তির ছোড়াছুড়ি শুরু করে দিলেন দুই অধিনায়ক। শুভমান গিল যেমন বলে গেলেন, লর্ডসে এমন অনেক কিছুই হয়েছিল যা ক্রিকেটীয় স্পিরিটের বিরোধী। তেমনই আবার বেন স্টোকসের হুঁশিয়ারি, ইট ছুড়লে পাটকেল খেতে হবে।
লর্ডসে দ্বিতীয় ইনিংস শুরুর সময় ‘ইচ্ছাকৃত’ সময় নষ্ট করছিল ইংল্যান্ড। আরও ভালো করে বললে, টিমের দুই ওপেনার জাক ক্রলি এবং বেন ডাকেট। যাঁরা পড়ন্ত বেলায় জশপ্রীত বুমরাকে খেলতে চাইছিলেন না। ইংরেজ ওপেনারদের সেই ‘ঢিলেমি’ দেখে প্রবল ক্ষেপে যান ভারত অধিনায়ক শুভমান গিল। ক্রলিকে রীতিমতো কটূ কথা-সহ কড়া-কড়া বাক্য বাণে বিঁধে দেন তিনি। পরে ডাকেটকে আউট করে সিরাজ এতটাই তেতে যান যে, তাঁর ম্যাচ ফি কাটা যায়।
মঙ্গলবার ম্যাঞ্চেস্টারে প্রাক টেস্ট সাংবাদিক সম্মেলনে লর্ডস-প্রশ্নে তেতে ওঠেন গিল। তিনি বলে দেন, ‘‘লর্ডসের ঘটনাটা নিয়ে প্রচুর লোক, প্রচুর কথা বলছেন জানি। তাই শেষ বারের মতো ব্যাপারটা পরিষ্কার করে দিই। যে দিনের খেলা নিয়ে এত কথা হচ্ছে, সে দিন আর সাত মিনিট খেলার বাকি ছিল। কিন্তু ইংরেজ ব্যাটাররা ক্রিজে আসে নব্বই সেকেন্ড দেরিতে! দশ নয়, কুড়ি নয়, নব্বই সেকেন্ড দেরি করে! আমি জানি, ও রকম অবস্থায় পড়লে অনেক টিমই সময় নষ্ট করতে চাইবে। এমনকী আমরা এক অবস্থায় থাকলে, আমরা একই কাজ করতে চাইতাম হয়তো। কম ওভার খেলতে চাইতাম। বুমরার বল শরীরে লাগার পর ওদের ব্যাটারের ফিজিও ডাকা নিয়ে আমার কোনও সমস্যা নেই। কিন্তু সাত মিনিট খেলা বাকি যখন, তখন দেড় মিনিট দেরিতে ক্রিজে আসা ক্রিকেটীয় স্পিরিটের সঙ্গে যায় না।’’ বলে-টলে তাঁর উত্তেজিত সংযোজন, “সেই ঘটনার পর এমন অনেক কিছু হয়েছে, যা হওয়া উচিত ছিল না। আমি বলব না, যা হয়েছে, তা নিয়ে গর্বিত আমি। কিন্তু আকাশ থেকে কোনও কিছু হয়নি। যা হয়েছে, তা হওয়ার যথেষ্ট নেপথ্য কারণ ছিল। এটুকু বলতে পারি, আমার একই কাণ্ড আবার ঘটানোর কোনও অভিপ্রায় নেই।”
যার পাল্টা দিয়ে যান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও। যিনি পরিষ্কার বলে যান, ভারতীয় প্লেয়াররা যদি আগ্রাসন দেখান, তা হলে তাঁর টিমও মাঠে ছেড়ে কথা বলবে না! বরং ইট ছুঁড়লে পাটকেল ফিরিয়ে দেওয়া হবে। স্টোকস বলছিলেন, “বিষয়টা এমন নয় যে, মাঠে নেমে অহেতুক আমরা স্লেজিং করা শুরু করে দেব। আমার মনে হয়, দু’টো টিমের একটাও তা চাইবে না। তবে এই সিরিজটা মারাত্মক হচ্ছে। তাই কখনও না কখনও উত্তেজনা ছড়াবেই। তবে একটা কথা বলে রাখি। বিপক্ষ এক তরফা ভাবে আগ্রাসন দেখাবে, আর আমরা সেটা মেনে নেব, তা হবে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.