Advertisement
Advertisement
India vs England

দুই স্লটে ‘প্রার্থী’ চার, ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

গম্ভীরের পছন্দই কি প্রাধান্য পাবে?

India vs England: India's probable playing xi for first match
Published by: Subhajit Mandal
  • Posted:June 20, 2025 11:21 am
  • Updated:June 20, 2025 11:21 am   

শুভায়ণ চক্রবর্তী, লিডস: সাই সুদর্শন কি হেডিংলে টেস্টে খেলছেন? নাকি তাঁর বদলে অলরাউন্ডার খেলানোর দিকে ঝুঁকবে ভারত? প্রশ্ন অনেক। সম্ভাবনাও একাধিক। তবে পিচ ও আবহাওয়া দেখে মনে করা হচ্ছে, সুদর্শনের অভিষেক হলেও হতে পারে। মূলত দুটো স্লটে চারজনকে নিয়ে সংশয়ে ভারত।

Advertisement

ভারত বনাম ইংল্যান্ড মহাপ্রতীক্ষিত টেস্ট সিরিজ শুরুর প্রাক লগ্নে এ প্রশ্নকেই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। কয়েক ঘণ্টা পরই প্রথম টেস্ট। এক দিন আগেও শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, করুণ নায়াররা এসে ট্রেনিং করে গেলেন। লম্বা সময় ব্যাট করতে দেখা গেল শুভমানকে। বিগত অস্ট্রেলিয়া সফরের চেয়ে টিমের সঙ্গে অনেক বেশি একাত্ম দেখাল ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে। প্রায় প্রত্যেকের সঙ্গে আলাদা করে মিনিট কুড়ি করে কথা বললেন। সাই সুদর্শনকেও আলাদা করে সময় দিতে দেখা গেল গম্ভীরকে। কিন্তু তার পরেও পরিষ্কার করে বলার উপায় নেই, তিনি খেলছেন? নাকি খেলছেন না? নাকি তাঁর জায়গায় একজন অলরাউন্ডার খেলানো হবে?

সুদর্শনের খেলার সম্ভাবনা সম্পূর্ণ উপেক্ষা করা যাচ্ছে না। এমনিতে তাঁকে নেটে দেখে খুব একটা স্বচ্ছন্দ লাগছে না ঠিকই। কিন্তু পিচ যদি পরবর্তীতে ব্যাটিং সহায়ক হয়ে যায়, তখন একজন বাড়তি ব্যাটার প্রয়োজন পড়তে পারে। দেখতে গেলে দু’টো স্লট নিয়ে লড়াই চার জনের। সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর। সাম্প্রতিক ফর্ম বিচারে একটা জায়গা শার্দুলের পাকা হওয়া উচিত। কিন্তু কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন, নীতীশ গম্ভীরের বিশেষ ‘আস্থাভাজন’। তাই একটা পেসার-অলরাউন্ডারের স্লট ঘিরে শার্দুল-নীতিশের ‘লড়াই’ হলে দ্বিতীয় জন যে কোচের ভোট পাবেন না, বলা যায় না। পরের দিকে পিচে টার্নের কথা মাথায় রাখলে, যদি টিম ওয়াশিংটনের কথা ভাবতেই পারে। একজন পেসার অলরাউন্ডারের সঙ্গে একজন স্পিনার অলরাউন্ডার খেলবেন। বাকি টিম নিয়ে বিশেষ সংশয় নেই। যশস্বী, রাহুল, করুণ, গিল, পন্থ, জাদেজা, বুমরাহ, সিরাজ, প্রসিদ্ধরা খেলছেন। অতএব লড়াইটা শুধু দু’টো জায়গা ঘিরে। যে স্লটে প্রার্থী চারজন।
ভারতের সম্ভাব্য একাদশ:
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন/করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ, করুণ নায়ার/নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর/ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ (সাই সুদর্শন খেললে করুণ ছয়ে নামবেন। সাই না খেললে করুণ তিনে এবং নীতীশ ছয়ে খেলবেন।)

আজ টিভিতে
ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট, লিডস দুপুর ৩.৩০. সোনি নেটওয়ার্ক

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ