সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা, বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন। অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের হাতে। স্বাভাবিকভাবেই এবারের ইংল্যান্ড সফর ভারতীয় টিমের কাছে বাড়তি চ্যালেঞ্জের হতে চলেছে, সেটা বলে দেওয়াই যায়। ইংল্যান্ডে যদি শুভমানরা ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে ঠিক আছে। পারফরম্যান্স খারাপ হলে, কোচ গৌতম গম্ভীরকেও প্রশ্নের মুখে পড়তে হবে। ভারতীয় কোচ নিজেও সেটা জানেন।
ভারতীয় টিম ইতিমধ্যেই ইংল্যান্ড পৌঁছে গিয়েছে। কয়েকজন ক্রিকেটার অবশ্য আগেই ইংল্যান্ড উড়ে গিয়েছিলেন। তাঁরা ভারত ‘এ’ দলের হয়ে খেলছেন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে লোকেশ রাহুল সেঞ্চুরি করেছেন। ধ্রুব জুরেল বেশ ভালো ব্যাটিং করেছেন। প্রথম ইনিংসে ভারত ‘এ’ দল তোলে ৩৪৮। পাল্টা দিচ্ছে ইংল্যান্ড লায়ন্সও। দ্বিতীয় দিনের খেলা শেষে তাদের স্কোর ১৯২/৩।
যা শোনা যাচ্ছে, তাতে প্রথম টেস্টে ওপেনিং স্লট মোটামুটি ঠিক করে ফেলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়া সফরে ওপেনিং নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে রাহুল ওপেন করতে যাবেন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে কেএলের সেঞ্চুরি নিশ্চিতভাবে স্বস্তি দেবে গম্ভীরকে। তিন নম্বরে যাবেন গিল। টেস্ট টিমে প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত করে ফেলেছেন করুণ নায়ারও। প্রথম বেসরকারি টেস্টে ডবল সেঞ্চুরি করেছিলেন করুণ।
তবে বোলিং চিন্তার কারণ হতে পারে ভারতের। জসপ্রীত বুমরাহ পাঁচটা টেস্ট যে খেলবেন না, তা নিশ্চিত। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাঁকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। কোন টেস্টে বুমরাহকে খেলানো হবে, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন গম্ভীরও। মহম্মদ শামিকেও নিয়ে যাওয়া হয়নি। অনেকেই মনে করছেন, ইংল্যান্ডের কন্ডিশনে শামিকে প্রয়োজন ছিল ভারতের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.