Advertisement
Advertisement
India vs England

৫৫ বছর পর নয়া নজির, ম্যাঞ্চেস্টারে লড়াকু ইনিংসে একাধিক রেকর্ড রাহুল-গিলের

কী কী নজির গড়লেন গিল-রাহুলরা?

India vs England: Shubman Gill, KL Rahul break 48-Year Record
Published by: Subhajit Mandal
  • Posted:July 27, 2025 12:47 pm
  • Updated:July 27, 2025 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে মরণ-বাঁচন লড়াই। ভারত অধিনায়ক শুভমান গিল এবং কেএল রাহুল যে ১৭৪ রানের জুটি বাঁধলেন তাতে ভারত যেমন নিশ্চিত হারের মুখে অক্সিজেন পেল, তেমনই একাধিক নজিরও তৈরি হল। যা ক্রিকেটের রেকর্ডবুকে দীর্ঘদিন অক্ষত থাকতে চলেছে।

Advertisement

চলতি সিরিজে গিল এবং রাহুল দুজনেই পাঁচশোর বেশি রান করে ফেলেছেন। শুভমান গিল চলতি সিরিজে ৬৯৭ রান করে সর্বোচ্চ স্কোরার। রাহুলও গতকাল ৫০০ রানের গণ্ডি পেরিয়েছেন। চলতি সিরিজে এখনও পর্যন্ত ৫০৮ রান করেছেন তিনি। ৫৫ বছর পর এই প্রথম কোনও ভারতীয় দলের দুই ব্যাটার অ্যাওয়ে টেস্ট সিরিজে ৫০০’র বেশি রান করলেন। এর আগে ১৯৭০-৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিলীপ সরদেশাই এবং সুনীল গাভাসকর এক সিরিজে ৫০০ রানের বেশি করেন।

গতকাল শূন্য রানে দুই উইকেট পড়ার পর ১৭৪ রানের জুটি গড়েছেন গিল-রাহুল। শূন্য রানে দুই উইকেট হারানোর পর এটাই ভারতের হয়ে তৈরি হওয়া সর্বাধিক রানের জুটি। এর আগে মোহিন্দর অমরনাথ এবং গুন্ডাপ্পা বিশ্বনাথ ১০৫ রানের জুটি গড়েছিলেন শূন্য রানে দুই উইকেট হারানোর পর।

এদিকে এশীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার নজির গড়ে ফেলেছেন শুভমান। এতদিন এই রেকর্ড ছিল প্রাক্তন পাক ব্যাটার মহম্মদ ইউসুফের দখলে। ২০০৬ সালে ইংল্যান্ড সফরে গিয়ে ৬৩১ রান করেছিলেন তিনি। ভারতীয় হিসাবে ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে সবচেয়ে বেশি রানের নজির রয়েছে রাহুল দ্রাবিড়ের। ২০০২ সালে ৬০২ রান করেছিলেন তিনি। সেটিকেও টপকে গিয়েছেন গিল। দু’টি টেস্টে সেঞ্চুরি করে চলতি সিরিজে ভালো ফর্মে রয়েছেন কে এল রাহুলও। ম্যাঞ্চেস্টারে টেস্টের দ্বিতীয় ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মালিক হওয়ার নজির গড়েছেন তিনি। রাহুলের আগে মোট ১৫জন ভারতীয় ৯ হাজার আন্তর্জাতিক রানের গণ্ডি পেরিয়েছেন। এছাড়াও ব্যক্তিগতভাবে নিজের সেরা অ্যাওয়ে সিরিজের নজিরও গড়েছেন রাহুল। ২০১৭ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ৩৯৩ রান করেছিলেন রাহুল। এবার ইংল্যান্ডের মাটিতে ইতিমধ্যেই ৫০৮ রান করে ফেলেছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement