ভারত: ২৪২-১০ (হনুমা ৫৫, পুজারা ৫৪, পৃথ্বী ৫৪)
নিউজিল্যান্ড: ৬৩-০ (লেথাম ৩৭, ব্লান্ডেল ২৯)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ব্যর্থ বিরাট কোহলি। তিনজন অর্ধশতরান করলেও বড় ইনিংস গড়তে পারলেন কেউ। আবারও হতাশ করলেন পন্থ। ফলস্বরূপ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে পাহাড় প্রমাণ চাপে ভারত। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ২৪২ রানের জবাবে দিনের শেষে বিনা উইকেটে ৬৩ রান নিউজিল্যান্ডের।
Innings Break!
India all out for 242.
Follow the game –
— BCCI (@BCCI)
ওয়েলিংটনের মতো ক্রাইস্টচার্চেও টস হেরে প্রথমে ব্যাটিং করতে যেতে হয় ভারতকে। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা যথারীতি খারাপ হয় টিম ইন্ডিয়ার। মায়াঙ্ক আগরওয়াল আউট হন দলগত ৩০ রানের মাথায়। মায়াঙ্ক ব্যর্থ হলেও শনিবার কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন পৃথ্বী শ’। ৬৪ বলে ৫৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন পৃথ্বী। এদিন আরও একবার ব্যর্থ হন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে এদিন কোহলির সংগ্রহ মাত্র ৩ রান। চলতি সফরে নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে মোট দশটি ইনিংসে বিরাটের মোট সংগ্রহ ২০৪ রান। শেষ পাঁচ টেস্ট ইনিংসে টিম ইন্ডিয়ার অধিনায়কের সর্বোচ্চ স্কোর ১৯। এবং নিজের শেষ ২১টি আন্তর্জাতিক ইনিংসে সেঞ্চুরি পাননি বিরাট। শুধু ব্যাট হাতেই নয়, ডিআরএস নিতে গিয়েও চরম ব্যর্থ বিরাট। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত নিজের এলবিডাব্লুউ বাঁচাতে মোট ১৩ বার ডিআরএস নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ১১ বার ব্যর্থ হয়েছেন। আম্পায়ারের সিদ্ধান্ত নাকচ হয়েছে মাত্র ২ বার।
কোহলির পর দ্রুত আউট হয়ে যান রাহানেও। তাঁর সংগ্রহ ৭। দুই মহারথীর উইকেটের পর ভারত কিছুটা ঘুরে দাঁড়ায় পূজারা এবং হনুমা বিহারীর জুটিতে ভর করে। এঁরা দু’জনেই অর্ধশতরান করেন। কিন্তু, বড় ইনিংস খেলতে পারেননি কেউই। বিহারীর সংগ্রহ ৫৫, আর পুজারার সংগ্রহ ৫৪। এদিন ব্যাট হাতে ফের ব্যর্থ ঋষভ পন্থ। টিম ম্যানেজমেন্ট কেন যে ঋদ্ধিমান সাহাকে বসিয়ে তাঁকে খেলাচ্ছে, তা এখনও প্রমাণ করতে পারলেন না এই বাঁহাতি ব্যাটসম্যান। ভারতের শেষ পাঁচ উইকেটের পতন ঘটে মাত্র ৪৮ রানে।
ফলস্বরূপ, তিনটি অর্ধশতরান সত্ত্বেও টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষ হয় মাত্র ২৪২ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ধৈর্য ধরে করে নিউজিল্যান্ড। দিনের শেষে বিনা উইকেটে ৬৩ রান তোলে কিউয়িরা। এখনও নিউজিল্যান্ডের দুর্গে ফাটল ধরাতে পারেননি বুমরাহ, শামি, উমেশরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.