সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব লেজেন্ডস লিগে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচ প্রবল বিতর্কে বাতিল হয়েছিল। সেমিফাইনালে দুই দলের দ্বৈরথ কি হবে? সেই সংশয়ের মধ্যেই লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল ভারতীয় স্পনসর। কারণ, তারা মনে করে, ‘সন্ত্রাসবাদ ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না’। যুবরাজ-শিখররা কি খেলবেন?
লেজেন্ডস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারান যুবরাজ সিংরা। হাফসেঞ্চুরি করে ও ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা স্টুয়ার্ট বিনি। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভোরা রান না পেলেও কায়রন পোলার্ড ৭৪ রান করেন। অন্যদিকে অস্ট্রেলিয়াকে ১০ উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পাকিস্তান। সূচি অনুযায়ী সেমিফাইনালে ভারত-পাক দ্বৈরথ হওয়ার কথা ৩১ জুলাই।
কিন্তু তার আগেই লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল অন্যতম স্পনসর ইজমাইট্রিপ। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘বিশ্ব লেজেন্ডস লিগে অসাধারণ পারফরম্যান্সের জন্য আমরা ভারতীয় দলকে নিয়ে গর্বিত। তবে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সেমিফাইনাল আর পাঁচটা ম্যাচের মতো নয়। সন্ত্রাসবাদ ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। আমরা ভারতের পাশে। যে দেশ সন্ত্রাসবাদকে মদত দেয়, তার সঙ্গে কোনও ইভেন্টের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা আমরা সমর্থন করি না। দেশের মানুষ এই নিয়ে কথা বলেছে এবং আমরা তা শুনেছি। ইজমাইট্রিপ ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে যুক্ত থাকবে না। কিছু বিষয় খেলাধুলোর ঊর্ধ্বে। আগে দেশ, তারপর ব্যবসা। জয় হিন্দ।’
India vs Pakistan – WCL Semi-Final
We applaud Team India for their outstanding performance in the World Championship of Legends, you’ve made the nation proud.
However, the upcoming semi-final against Pakistan is not just another game, Terror and cricket cannot…
— Nishant Pitti (@nishantpitti)
সম্প্রতি লেজেন্ডস লিগের গ্রুপ পর্বে ভারত-পাক ম্যাচ বাতিল হয়েছে। তার আগে ম্যাচ নিয়ে সমালোচনাও কম হয়নি। এই দলে থাকা শিখর ধাওয়ান বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি নন। এই পরিস্থিতিতে লেজেন্ডস লিগে কি শেষ পর্যন্ত ভারত-পাক সেমিফাইনাল হবে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.