Advertisement
Advertisement
Eden gardens

৬০ টাকায় ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গিলদের টেস্টের টিকিট, কবে থেকে বিক্রি শুরু?

বেশ কয়েক বছর পর টেস্ট পেয়েছে ইডেন।

India vs South Africa Eden garden's Test ticket price starts from 60 rs
Published by: Arpan Das
  • Posted:October 12, 2025 1:14 pm
  • Updated:October 12, 2025 1:14 pm   

স্টাফ রিপোর্টার: আগামী মাসেই ইডেনে টেস্ট খেলবে ভারত। বেশ কয়েক বছর পর টেস্ট পেয়েছে ইডেন। শুভমান গিলদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শনিবার সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ওই টেস্টের জন্য টিকিটের দাম ঠিক হয়ে গেল। মাত্র ৬০ টাকায় এবার ইডেন টেস্টের টিকিট কিনতে পারবেন দর্শকরা। এদিন বৈঠকে ঠিক হয়ে টেস্টের জন্য টিকিট দাম হবে যথাক্রমে ১২৫০, ১০০০, ৭৫০ ও ৩০০।

Advertisement

এগুলো প্রত্যেকটা সিজন টিকিটের মূল্য। অর্থাৎ পাঁচদিনের। কিন্তু কেউ ইচ্ছে করলে একদিনের টিকিটও কিনতে পারবেন। যার অর্থ, একদিনের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ৬০। ঠিক হয়েছে দীপাবলির পর থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। এছাড়াও ক্লাব ক্রিকেটের কয়েকটা টুর্নামেন্ট নিয়ে আলোচনা হয়েছে। জেসি মুখার্জি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবার সুপার লিগের ফরম্যাটে হতে চলেছে। অর্থাৎ এগারোটা টিম সবাই নিজেদের মধ্যে খেলবে। এর আগে এগারো টিমকে দুটো গ্রুপে ভাগ করা হত। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে ঠিক হয়েছে ডুমুরজলাতে সিএবি একটা অ্যাকাডেমি তৈরি করবে। অ্যাপেক্সের বৈঠকে সেই প্রস্তাবও পাস করিয়ে নেওয়া হয়। তবে কবে সেই অ্যাকাডেমির কাজ শুরু হবে, সেটা এখনও ঠিক হয়নি। খুব দ্রুতই সেই সিদ্ধান্ত হয়ে যাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ